শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরে যমুনায় ড্রেজারের বলগেটের ধাক্কায় যাত্রী বোঝাই নৌকা ডুবি, ২০ যাত্রী উদ্ধার

এনায়েতপুরে যমুনায় ড্রেজারের বলগেটের ধাক্কায় যাত্রী বোঝাই নৌকা ডুবি, ২০ যাত্রী উদ্ধার

মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনায় অবৈধ ড্রেজারের বালু বাহী বলগেটের ধাক্কায় যাত্রী বোঝাই একটি নৌকা বিধ্বস্ত হয়েছে। তখন আহত ২০ জন যাত্রী কোন রকমে সাঁতরীয়ে তীরে উঠে আসতে সক্ষম হলেও তাদের জিনিসপত্র সহ নৌকাটি নদীতে তলিয়ে যায়। এতে আহত ৩ জনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উৎপাদিত দুধ, সবজি ও অন্যান্য জিনিস পত্র এনায়েতপুর থানার বেতিল বাজারে বিক্রি শেষে মঙ্গলবার দুপুর ২টার দিকে অন্তত ২০ জন যাত্রী নিয়ে আমজাদ হোসেনের নৌকাটি নয়াপাড়া চরে ফিরছিল। তখন নৌকাটি এনায়েতপুর স্পার বাধ অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে উত্তোলন করা বালু বোঝাই বলগেট নৌকা ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী বাহী নৌকাটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়। কেউ-কেউ তখন কোন রকমে প্রাণ বাঁচিতে তীরে সাঁতরীয়ে উঠে। আর অন্যদের স্থানীয়রা উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত শিশু, গৃহবধু ও এক বৃদ্ধকে বেতিলের ড্যাফোডিল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নৌকার কয়েকজন যাত্রী জানান, স্পার বাধ পাড় হবার সময়ে হঠাৎ করে সাইরেন না বাজিয়ে আমাদের নৌকাটিকে ধাক্কা দিলে সাথে-সাথে ভেঙ্গে তলিয়ে যায়। এতে সবাই সব যাত্রী আহত হয়। নৌকায় থাকা লাখ টাকার মালামালও তলিয়ে যায়। এদিকে ক্ষতিগ্রস্ত আমজাদ মাঝির ভাই স্থল ইউনিয়নের সাবেক মেম্বর আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় কেউ মারা না গেলেও অন্তত ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। এর জন্য পুরো দায়ী অবৈধ বালু ড্রেজারের বলগেট নৌকা। আমরা তাদের শাস্তি চাই। এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে এলাকাবাসীর বাধা ও অভিযোগ থাকা সত্যেও এনায়েতপুরের আশপাশের যমুনা নদী থেকে স্থানীয় একটি চক্র অবৈধ ড্রেজার দিয়ে কোটি-কোটি টাকার বালু উত্তোলন করছে। আর এর মধ্যেই তাদের ড্রেজারের ধাক্কায় একটি নৌ দুর্ঘটনা ঘঠলো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments