শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে পানিবন্দি ১৮ হাজার পরিবারের দুর্ভোগ

সুন্দরগঞ্জে পানিবন্দি ১৮ হাজার পরিবারের দুর্ভোগ

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পানি বদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদীর বিভিন্ন চর ও কুলবর্তী ১৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পর্যাপ্ত ত্রাণ তৎপরতাসহ আশ্রয়স্থল না থাকায় এসব পানিবন্দি পরিবারের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা, শ্রীপুর, তারাপুর, চন্ডিপুর, শান্তিরাম ও কঞ্চিবাড়ি ইউনিয়ন দিয়ে প্রবাহিত তিস্তা ও ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলসহ কুলবর্তী ডানতীর বাঁধের নদী পৃষ্ঠে বসবাসরত ১৮ হাজার পরিবারের প্রায় ৪৮ হাজারেরও বেশী মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পর্যাপ্ত নিরাপদ আশ্রয়স্থল ও ত্রাণ তৎপরতা না থাকায় বন্যা কবলিত এসব মানুষজন মানবেতর জীবন-যাপন করছেন। পানিবন্দি এসব মানুষ ঘরবাড়ি ছেড়ে শিশু, বয়ঃবৃদ্ধ ও গৃহপালিত পশু-পাখি নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের রাস্তার অপর পৃষ্ঠে অবস্থান করছেন। তাদের পর্যাপ্ত শুকনো খাবার, পশু-পাখি ও শিশু খাদ্যের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। ২য় দফায় নদীর অব্যাহত পানি বৃদ্ধিতে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এতে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, মৎস্য ঘের, শাক-সবজি, পাট, আউশ ধান, বীজতলাসহ গাছপালার ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। উপজেলা ত্রাণ শাখা সূত্রে জানা যায়, এ পর্যন্ত বন্যা কবলিত ১০ হাজার ৭’শ পরিবারে জন্য ৮৫ মেট্রিকটন চাল, ৩ লাখ ৭৫ হাজার টাকাসহ শিশু খাদ্য বাবদ আরও ১ লাখ টাকা ও ৯’শ ৫০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ এসেছে। বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এরমধ্যে বিতরণকৃত ত্রাণ সামগ্রীর পরিমাণ ৪’শ ৫০ প্যাকেট শুকনো খাবার, চাল ৬০ মেট্রিকটন, নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও শিশু খাদ্য বাবদ ৫০ হাজার টাকা। ২য় দফায় নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পানিবন্দি মানুষদের জন্য আরও বরাদ্দ চাওয়া হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩ টার রেকর্ড অনুযায়ী তিস্তা নদীতে (সুন্দরগঞ্জ পয়েন্ট) পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো বিপদ সীমার ১০ সেন্টিমিটার নিজ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে, ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১’শ ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments