বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাযমুনার পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি

যমুনার পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি

মারুফা মির্জা: যমুনার অব্যাহত পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বর্তমানে নদীর পানি বুধবার সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ২৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় জেলার চরাঞ্চল কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলার বানবাসী দেড় লক্ষাধিক মানুষ এখন চড়ম দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে এনায়েতপুর- সিরাজগঞ্জ ওয়াপদা বাধের পশ্চিম পাশের যমুনার শাখা নদী হুরাসাগর, করতোয়া, গুমানী, বড়াল, আত্রাই নদ-নদীর পানি পাল্লা দিয়ে বাড়া শুরু করেছে। এছাড়া যমুনা নদী অববাহিকার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বন্যা কবলিত ৩৩ ইউনিয়নের ২১৬ টি গ্রামের ৩৪ হাজার ৬৮৪টি পরিবারের ১ লাখ ৬০ হাজার বানভাসী মানুষেরা খাদ্য, বিশুদ্ধ পানি, জ্বালানি, শিশু খাদ্য ও গো খাদ্যের সংকট সহ নানা দুর্ভোগে মানবতার জীবন- যাপন করছে। ভাঙ্গন আতংকে নির্ঘুম রাত পোহাচ্ছে যমুনা নদী তীরবর্তী মানুষেরা। এর মধ্যেই নদী ভাঙনে কয়েশ পরিবারের ঘর বাড়ি, বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। বিশেষ করে চৌহালী উপজেলার সদিয়াচাঁদপুর ইউনিয়নের বেতিল চর, বিনদহ, আশাননগর এলাকার ৪ শতাধীক ঘর-বাড়িতে ১ থেকে ৩ ফুট বিরাজ করায় সবাই এখন বসবাস করছে মাচা করে। এখানে তাদের দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের অভাব। গবাদী পশু নিয়েও এই মানুষ গুলো এখন পড়েছে বিপাকে। তারা ১০ দিন ধরে পানি বন্দি হলেও পায়নি ত্রান সহায়তা। এদিকে যমুনা নদীতে আগামী ৭২ ঘন্টা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments