শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে নবনির্মিত ব্রিজ এখন এলাকাবাসির গলার কাটা!

বাউফলে নবনির্মিত ব্রিজ এখন এলাকাবাসির গলার কাটা!

অতুল পাল: বাউফলে ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়ণে নব নির্মিত একটি ব্রিজ এলাকাবাসির গলার কাটায় পরিণত হয়েছে। ব্রিজটির কারণে এখন ছোটখাট নৌযান চলাচলও বন্ধ হয়ে গেছে। এরফলে কৃষক ও ব্যাবসায়িদের মালামাল পরিবহনে মারাত্নক সমস্যার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯-২০২০ইং অর্থ বছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়ণে ৩৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের হাসেম মাষ্টার বাড়ি সংলগ্ন কালিশুরী-বগা খালের উপর একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটি কনকদিয়া ও সূর্যমণি ইউনিয়নের সংযোগ স্থাপন করেছে। কালিশুরী-বগা খাল দিয়ে এক সময় লঞ্চ ও জাহাজ চলাচল করতো। বর্তমানে নাব্যতা সংকটের কারণে নৌকা ও ট্রলারসহ ছোট নৌযান চলাচলেও সমস্যা হচ্ছে। সরেজমিন পরিদর্শনকালে জানা যায়, খালটির পানির উচ্চতার লেভেল ঠিক না রেখে ব্রিজটি নির্মাণ করায় নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্রিজটির তলায় জোয়ারের সময় পানির উচ্চতার লেভেল থেকে মাত্র ২ ফুট উচ্চতা থাকায় কোন ধরণেরই নৌযান চলাচল করতে পারছে না। এছাড়াও ৬০ ফুট প্রস্থ্যের খালে ৩৬ ফুট দৈর্ঘ্যরে ব্রিজ নির্মাণ করা হয়েছে। অথচ নবনির্মিত ওই ব্রিজটির পাশেই সঠিক উচ্চতায় একটি আয়রন ব্রিজ ছিল। ওই আয়রন ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় নতুন এই ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু অপরিকল্পিত ভাবে নতুন ওই ব্রিজ নির্মাণ করায় উপকারের চেয়ে অপকারই বেশি হয়েছে। কনকদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য আবদুল আজিজ বলেন, বগা- কালিশুরী খালের উপর অন্তত: ৭টি ব্রিজ রয়েছে। প্রতিটি ব্রিজের নীচ দিয়েই নৌযান চলাচল করতে পারে। কিন্তু এই ব্রিজটি নির্মাণ করায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় কৃষক আনোয়ার হোসেন বলেন, ব্রিজটি নির্মাণ করায় সরকারের অর্থের অপচয় ছাড়া আর কিছুই হয়নি। ব্রিজটি এখন কালিশুরী, কনকদিয়া, কাছিপাড়া ও বগা ইউনিয়নের কৃষকদের জন্য গলার কাটা হয়ে দাড়িয়েছে। কনকদিয়া বাজারের নির্মাণ সামগ্রী ব্যবসায়ি আবুল কালাম আকন বলেন, এই খাল দিয়ে বিভিন্ন এলাকায় ইট বালুসহ নির্মাণ সামগ্রী সরবরাহ করেছি। কিন্তু এই ব্রিজটি নির্মাণ করার পর সব বন্ধ হয়ে গেছে। এখন বেশি খরচ দিয়ে সড়ক পথে মালামাল পরিবহন করতে হচ্ছে। উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউল করিম ও কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের গণিত বিষয়ের শিক্ষক আবদুস ছালাম বলেন, অপরিকল্পিতভাবে ব্রিজটি নির্মাণ করায় নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কৃষক ও ব্যবসায়িরা খাল দিয়ে তাদের উৎপাদিত ফসল, বীজ এবং ব্যবসায়িদের পণ্য পরিবহনের ক্ষেত্রে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। এবিষয় জানার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ্বাসের কাছে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, বিষয়টি আমরা জানা নেই। খোঁজ খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments