শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে ফোর মার্ডার : মাত্র ২০০ টাকা ধার না পেয়ে রাগে পরিবারের...

টাঙ্গাইলে ফোর মার্ডার : মাত্র ২০০ টাকা ধার না পেয়ে রাগে পরিবারের ৪ জনকে খুন করে সাগর

আব্দুল লতিফ তালুকদার: সুদের ব্যবসাই কাল হলো গনি’র। মাত্র ২০০ টাকা ধার না পেয়ে রাগে পরিবারের ৪ জনকে খুন করে সাগর। টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় সংবাদ সম্মেলনে একথা জানায় র‌্যাব- ১২। হত্যাকারিকে গ্রেফতারের পাশপাশি হত্যায় ব্যবহৃত ছুরি, লুট করে নেয়া মোবাইল, ল্যাপটপ, টেলিভিশন, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। গেল শুক্রবার (১৭জুলাই) সকালে টাঙ্গাইলের মধুপুরের মাষ্টারপাড়া এলাকায় একই পরিবারের চারজনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। হত্যাকারীদের ধরতে মাঠে নামে পুলিশের ও র‌্যাব। র‌্যাব-১২এর পক্ষ থেকে বলা হয়, খুব দ্রুতসময়ের মধ্যে শনাক্ত করা হয় হত্যায় জড়িত থাকা সাগরকে। রবিবার উপজেলার ব্রাহ্মণবাড়ি এলাকা থেকে র‌্যাব ও পুলিশের আলাদা অভিযানে গ্রেফতার করা হয় রিকশাচালক সাগর ও জোয়াদ আলী নামে দু'জনকে। গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম বলেন, গণি নামে যিনি নিহত হয়েছেন তিনি ছিলেন একজন সুদ ব্যবসায়ী। পূর্ব থেকে সাগরের সঙ্গে তার সুদের টাকা লেনদেন ছিলো। সাগর এর আগেও তার কাছে থেকে বেশ কয়েকবার সুদে টাকা নিয়েছে কিন্তু সময়মতো পরিশোধ করতে না পারায় তাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়। গেল বুধবার সকালে ২শ' টাকা নেয়ার জন্য গণির বাড়িতে যায় সাগর। মূলত ওই ২শ টাকার জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাগর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। লে. কর্নেল খায়রুল ইসলাম জানান, সাগর স্বীকার করেছে সে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তিনি আরো জানান, সাগর তার এক সহযোগিকে নিয়ে স্থানীয় একটি বাজারে বসে পরিকল্পনা করে। কিভাবে গণিকে হত্যা করা যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় গণির বাড়িতে গিয়ে হত্যা করবে। পরে একে একে নিঃশংস ভাবে হত্যা করে পরিবারের চারজনকে। তাদের মূল লক্ষ্য ছিলো হত্যার পর তার বাড়িত থাকা অর্থ ও অন্যান্য মালামাল লুট করা

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments