মঙ্গলবার, মে ১৪, ২০২৪
Homeসারাবাংলাটেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অস্ত্রধারী রশিদউল্লাহ (২৭) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। র‌্যাবের দাবি, সে পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দলের সক্রিয় সদস্য।

নিহত যুবক মিয়ানমার থেকে পালিয়ে এসে টেকনাফ হ্নীলা ইউনিয়ন লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া সফিক উল্লাহ’র পুত্র রশিদ উল্লাহ।

বুধবার (২২ জুলাই) ভোর রাতে হ্নীলার কেয়ারী জাহাজ ঘাট পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ টেকনাফ (সিপিসি-১) এর কর্তব্যরত অপারেশন কমান্ডার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার।

জানা যায়, গভীর রাত ২টার দিকে টেকনাফে দায়িত্বরত র‌্যাব-১৫(সিপিসি-১) সদস্যরা গোপন সংবাদে জানতে পারে হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজ ঘাট ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন পাহাড়ি এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে। সেই তথ্য অনুযায়ী র‌্যাবের একটি চৌকষ দল অভিযানে যায়। এরপর ডাকাত দলের সদস্যরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ২টি এলজি অস্ত্র ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র‌্যাব।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments