শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামির্জাগঞ্জে কোরবানীর পশুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

মির্জাগঞ্জে কোরবানীর পশুর হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আবদুর রহিম সজল: পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা মহামারিকে উপেক্ষা করে শেষ কোরবানীর পশুর হাট জমে ওঠেছিল। কোরবানীর ঈদ দিন দিন ঘনিয়ে আসায় হাটে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতির কারণে পা ফেলার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছিল। উপজেলার পশুর হাট গুলোতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গরু ও ছাগলের ক্রেতা ও বিক্রেতাদের উপচেপড়া ভীড় রীতিমত সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার দেউলি সুবিদখালী পশুর হাট বসে। হাটে প্রচুর সংখ্যক গরু, ছাগলের আমদানি ঘটে। বিপুল সংখ্যক ক্রেতা দেশের বিভিন্নস্থান থেকে পশু কেনার জন্য আসে থাকেন। হাট ইজারাদারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হাটে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়। নকল টাকা শনাক্তের জন্য সোনালী ব্যাংক সুবিদখালী শাখার পক্ষ থেকে একটি টিম হাটে কাজ করে। এছাড়া উপজেলা প্রানিসম্পদ অফিসের উদ্যোগে একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল বুথ স্থাপন করা হয়। সকল প্রস্তুতি থাকার পরও শুধু জনগণের অসচেতনতার কারণে এসব বিফলে যায়। অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিলনা। যে কয়েক জনের মুখে মাস্ক ছিল গরমের কারণে তারাও সেগুলো খুলে ফেলে। সামাজিক দূরত্বের কথা ইজারাদারের পক্ষ থেকে বার বার মাইকে প্রচার করার পরও ক্রেতা-বিক্রেতাগণ গায়ে গা ঘেঁষে চলাফেরা করেছে। বিষয়টা এরকম মনে হয়েছে কে শোনে কার কথা। হাটে খামারের বড় গরুর চাহিদা তেমন না থাকলেও এবারে কৃষক পর্যায়ে ছোট ও মাঝারী আকারের গরুর চাহিদা বেশি ছিল। বড় গরুর চেয়ে ছোট ও মাঝারী আকারের গরুর দামও তুলনামূলক বেশি। তবে ছাগলের দাম কম ছিল। তারপরও ক্রেতারা অভিযোগ করেন অন্য বারের তুলনার এবার গরুর দাম বেশি। তবে বিক্রেতা তা মানতে নারাজ। এব্যাপারে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা.সঞ্জীব কুমার বিশ্বাস বলেন,পশুর হাটের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। নীতিমালা অনুসরণ না করলে করোনা পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। আমরা প্রতিটি হাটে মেডিকেল বুথ স্থাপন করে থাকি। আমরা বিভিন্ন গরুর বাজার পরিদর্শন করছি এবং কেউ যাতে অবৈধভাবে মোটাতাজা করা গরু বাজারে আনতে না পারে সেজন্য আমরা সজাগ রয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার বলেন, নিজেকে নিরাপদ রাখতে হলে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। সচেতনতা পারে আমাদেরকে করোনা থেকে মুক্ত করতে। পশুর হাটে সামাজিক দূরত্ব বজার রেখে স্বাস্থ্য বিধি অনুসরণ করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। যারা সরকারি নির্দেশনা না মানবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments