মুলাদীতে ব্রজপাতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার

মুলাদীতে ব্রজপাতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে ব্রজপাতে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মুলাদী পূর্ববাজার লঞ্চঘাট এলাকা থেকে শামীম ৩৫) নামের এক পেয়ারা ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। শামীমের সহযোগীরা জানায় পেয়ারা বিক্রির জন্য তারা নৌকা যোগে হিজলা থেকে মুলাদী বন্দরে আসছিলো। মঙ্গলবার সকাল ৮টার দিকে নৌকাটি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের স্লুইজগেট এলাকায় পৌছলে আকস্মিক ব্রজপাতে শামীম ছিটকে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরে স্থানীয়রা শামীমকে উদ্ধারে ব্যর্থ হয়। সন্ধ্যা ৭টার দিকে লঞ্চযাত্রীরা ভাসমান লাশ দেখে থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরে শামীমের সহযোগীরা লাশ শনাক্ত করে। এব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান উদ্ধারকৃত লাশ শনাক্ত করা হলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Previous articleবাউফলে ২ যুবলীগ কর্মী হত্যা: ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ৫৯ জনের বিরুদ্ধে মামলা
Next articleছেলেকে জেল থেকে পালাতে ৩৫ ফুটের সুড়ঙ্গ খুঁড়লেন মা!
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।