বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুর বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪শ৮২

রংপুর বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪শ৮২

জয়নাল আবেদীন: রংপুর বিভাগে করোনা ভাইরাসের সংক্রমণ যেন কমছেই না । গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় নতুন করে আরও ১শ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে এই বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৪শ৮২ জনে । আক্রান্তের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ থাকলেও সংখ্যায় চিকিৎসক, পুলিশ ও ব্যাংকারে সংখ্যাই বেশি। এদিকে গত ২৪ ঘণ্টায় এই বিভাগের কোথাও করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। বর্তমানে রংপুর বিভাগে এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১শ২৪ জনে। আট জেলায় সুস্থতার সংখ্যা বেড়ে ৫ হাজার ৩শ২৬ জনে পৌঁছেছে। বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো তথ্যে এসব জানা গেছে । এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাসে নতুন করে ১শ৩৩ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ৪৭, রংপুরে ২৭, ঠাকুরগাঁওয়ে ১৮, লালমনিরহাটে ১২, গাইবান্ধায় ৯, কুড়িগ্রামে ৮, পঞ্চগড়ে ৮ এবং নীলফামারী জেলার ৪ জন রয়েছেন। এনিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৮২ জনে । সূত্র আরও জানায়, বিভাগের মধ্যে রংপুর জেলায় ৮শ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ২ হাজার ১শ৪২ জনে পৌঁছেছে। এখানে মৃত্যু হয়েছে ৪২ জনের। নীলফামারী জেলায় আক্রান্ত বেড়ে হয়েছে ৭শ১১ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়াও গাইবান্ধা জেলায় আক্রান্ত সংখ্যা ৭শ৪০ জন এবং মৃত্যু ১২, ঠাকুরগাঁওয়ে আক্রান্ত দাঁড়িয়েছে ৫শ২২ মৃত্যু হয়েছে ৮ জনের, পঞ্চগড়ে আক্রান্ত ৩শ৯৭ এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮জনে, লালমনিরহাট জেলায় আক্রান্ত বেড়ে হয়েছে ৪শ৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়া কুড়িগ্রামে আক্রান্ত বেড়ে হয়েছে ৫শ৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের । এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৪৬১ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮শ৭৩ জনে। একই সময়ে বিভাগে ৪শ৬৬ জনসহ মোট ৫৯ হাজার ৮শ৬৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বিভাগের আট জেলা থেকে এ পর্যন্ত ৫ হাজার ৩শ৬০ জন রোগী সুস্থ হয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments