শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামানসম্মত শিক্ষা বাস্তবায়নে পাবনায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

মানসম্মত শিক্ষা বাস্তবায়নে পাবনায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

কামাল সিদ্দিকী: ভারচুয়্যাল কনসালটেশন অন এসডিজি- ৪ স্ট্যাটেজিক ফ্রেমওয়ার্ক এন্ড এডুকেশন সেক্টর প্ল্যান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাঁচতে চাই এর আয়োজনে ও গণ সাক্ষরতা অভিযানের উদ্যোগে সোমবার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত এই ভারচুয়্যাল সভায় পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, জয়পুরহাট, নাটোর, রাজশাহী জেলার ৮৪ জন অংশ গ্রহন করেন। গণ সাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মিসেস রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনসুর রহমান, সিনিয়র সাংবাদিক দৈনিক জোড়বাংলা সম্পাদক আব্দুল মতীন খান, কালচারাল কর্মকর্তা মারুফা মঞ্জুরী খান। সভায় ঢাকা থেকে বিশেষজ্ঞ হিসেবে সংযুক্ত হন ড. মঞ্জুর আহমেদ, ড. জিয়াউস সবুর, খন্দকার সাখাওয়াত হোসেন ও ইউনেস্কো প্রতিনিধি শিরিন আকতার। মডারেটরের দায়িত্ব পালন করেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কেএম এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন বাঁচতে চাই‘র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু। বর্তমান ও আগামী প্রজন্মকে সাম্য ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করার উপর গুরুত্বারোপ করে মুক্ত আলোচনায় সুপারিশ মূলক বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, দৈনিক বিশ^বার্তা সম্পাদক শহীদুর রহমান শহীদ, দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব, গোলাম মোস্তফা, রোকসানারা জেমিনী, জেবুননেছা, আফজাল হোসেন, হেলেনা খাতুন, নাসির উদ্দিন ময়নুল, এজেডএম আশরাফুজ্জামান, সুজন মন্ডল, নাসরিন পারভীন, আব্দুল লতিফ প্রমুখ। এ ছাড়াও অংশ গ্রহনকারীরা চ্যাটবক্সে বিভিন্ন সুপারিশ লিখিত ভাবে জানান। অংশগ্রহনকারীরা সরকারী ও বেসরকারী শিক্ষকদের বৈষম্য দূর, তথ্য প্রযুক্তি,কারীগরিসহ সময় উপযোগী শিক্ষা জাতিকে উপহার দেওয়ার জন্য শিক্ষা খাতে সরকারের প্রনোদনার দাবী জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments