নাখালপাড়ার এনজিও অফিসে রশিতে ঝুলছিল স্বামী, মেঝেতে স্ত্রীর মরদেহ

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নাখালপাড়ার লুকাস মোড়ের ৮৫ নম্বর বাসার নিচতলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র কার্যালয় থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- আসমত আলী (৪৫) ও তার স্ত্রী ফারজানা (৩২)। তারা সংস্থাটিতে চাকরি করতেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহমুদ খান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আসমতের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় ও ফারজানার মৃতদেহ ঘরের মেঝেতে পাওয়া যায়। মৃতদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।

Previous articleনিরাপত্তার জন্য ‘গানম্যান’ চেয়েছেন আবরার হত্যা মামলার আইনজীবী
Next articleআসামিদের পিস্তল ঠেকিয়ে জিসা মণিকে ‘মৃত’ বানান এসআই!
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।