শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে দুই নদীর ভাঙ্গনে হুমকির মুখে আট শিক্ষাপ্রতিষ্ঠান, অস্তিত্ব সংকটে ১২টি গ্রাম

মুলাদীতে দুই নদীর ভাঙ্গনে হুমকির মুখে আট শিক্ষাপ্রতিষ্ঠান, অস্তিত্ব সংকটে ১২টি গ্রাম

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে আড়িয়ালখাঁ ও জয়ন্তী নদীর ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সহ ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। অব্যহত নদী ভাঙ্গনে অস্তিত্ব সংকটে পড়েছে ১২টি গ্রাম। নদীর পানিবৃদ্ধি এবং অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে ব্যাপক ভাঙ্গন সৃষ্টি হওয়ায় নদী গর্ভে বিলীন হতে যাচ্ছে উপজেলার ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদরাসা, ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদী শাসন না হলে এসব শিক্ষাপ্রতিষ্ঠান নদী গর্ভে হারিয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা। জানাগেছে উপজেলার আড়িয়ালখাঁ নদীর ভাঙ্গনে ইতোমধ্যে নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর, ঘোষেরচর, কাচ্চিচর, পশ্চিম তেরচর ভাঙ্গারমোনা, পশ্চিম সেলিমপুর, উত্তর সেলিমপুর, পশ্চিম চরকালেখান, নাজিরপুর বয়াতী বাড়ির অধিকাংশ এলাকা নদী গর্ভে হারিয়ে গেছে। জয়ন্তী নদীর ভাঙ্গনে উপজেলার চরমালিয়া, বালিয়াতলী, ঘুলিঘাট, আলিমাবাদ গ্রামের অনেকাংশ ভেঙ্গে গেছে। নদী ভাঙ্গনের ফলে গ্রামের মানচিত্র ক্রমান্বয়ে ছোট হচ্ছে। মুলাদী সদর ইউপি চেয়ারম্যান মো. কামরুল আহসান জানান আড়িয়ালখাঁ নদীর ভাঙ্গনে তার ইউনিয়নের ঐতিহ্যবাহী চরলক্ষ্মীপুর ফাযিল মাদরাসা, তেরচর ভাঙ্গারমোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় হুমকির মুখে রয়েছে। নাজিরপুর ইউপি চেয়ারম্যান আবু হাসানাত জাপান জানান নদী ভাঙ্গনে ঘোষেরচর দাখিল মাদরাসা, কাচ্চিচর দাখিল মাদরাসা, নাজিরপুর বন্দর ঝুকির মুখে রয়েছে। বাটামারা ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সিকদার জানান আড়িয়ালখা ও জয়ন্তী নদীর ভাঙ্গনে তাঁর ইউনিয়ন সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। নদী ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে এ বি আর মাধ্যমিক বিদ্যালয়, বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী জানান মুলাদী উপজেলায় তার ইউনিয়ন সবচেয়ে জনবহুল এলাকা। জয়ন্তী নদীর ভাঙনে কয়েক হাজার পরিবার ভিটেমাটি হালিয়ে অসহায় হয়ে পড়েছে। নদী ভাঙ্গনে ইতোমধ্যে বঙ্গবন্ধুর দাফনকারী সাবেক যুগ্ম সচিব মরহুম আ: কাদেরের কবরটিও বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ব্রজমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সফিপুর মাধ্যমিক বিদ্যালয়। অতি দ্রুত নদী শাসন করে ভাঙ্গন রোধ করা প্রয়োজন। নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থরা জানান ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এবং বরিশাল-৩ আসনের এমপি আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সফিপুর মাধ্যমিক বিদ্যালয় ও ব্রজমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষার জন্য ৫০ মিটার বেড়িবাঁধ ও বালু ভর্তি জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেন। কিন্তু নদীর ব্যাপক ভাঙনে বেড়িবাঁধ ভেঙে গেছে। মুলাদী-বাবুগঞ্জ আসনের এমপি আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু জানান নদী ভাঙ্গনের বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কথা হয়েছে। ভাঙ্গন রোধে বাটামারা ও নাজিরপুর ইউনিয়নের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে বরাদ্দকৃত টাকায় কাজ শুরু করার কথা রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments