ওসমান গনি: কুমিল্লার চান্দিনা উপজেলার সাবেক চেয়ারম্যান, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা, প্রবীণ রাজনীতিবিদ উপজেলার ৯নং মাইজখার ইউনিয়নের মেহার গ্রামের বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ্ব জনাব মনিরুল হক ( ৭৭) সোমবার ( ১৪ সেপ্টেম্বর) সকাল ১০:৩০ ঘটিকার সময় তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ( ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহি রাজিউন) মৃত্যকালে তিনি স্ত্রী ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তার রাজনৈতিক জীবনে তার নিজ ইউনিয়ন মাইজখার এর ৩ বার সফল চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন চান্দিনা উপজেলার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনি সমস্যাজনিত রোগে ভোগছিলেন। তার মৃত্যুতে সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক আলী আশ্রাফ এমপি সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন।