শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

ভূঞাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে দিনদিন বেড়েই চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জনসহ নতুন করে আরো ৭ জন কোভিড১৯ এ আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তেরর সংখ্যা দাঁড়ালো ১৬২ জনে। নতুন আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্যকম্পক্সের ২ জন, বীরহাটীর ১ জন, বীরামদীর ১ জন, ফলদা ২ জন এবং ভাদুরীরচর গ্রামে ১ জন। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহী উদ্দিন আহমেদ জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলায় নতুন করে আরো ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬২ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই জনের। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৯৯ জন। বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৬১ জন। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে আরো অবস্থা খারাপ হতে পারে। এদিকে বিভিন্ন হাটবাজার, দোকানপাট শপিংমল আগের মতই জমজমাট চলছে। সাধারণ মানুষের মাঝে নেই কোন সচেতনতার বালাই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments