শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeসারাবাংলাপল্টন থানা পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

পল্টন থানা পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: গুলিস্তান এলাকা থেকে আটক করে নিয়ে যাওয়ার পর পল্টন থানা পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মাসুদ রানা (৩০) নামে ওই যুবককে থানায় নিয়ে আসার পর গতরাতেই তার মৃত্যু হয়।

মৃত যুবক মাসুদ মাদকাসক্ত বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন। তিনি বলেন, ‘গুলিস্তান এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছিল। তিনি একজন মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবন করতে না পেরে থানায় উত্তেজিত হয়ে পরেন। এক পর্যায়ে তিনি লুটিয়ে পড়েন এবং মাথায় আঘাত পান।’

গুরুতর আহত অবস্থায় মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় বলেও জানান ওয়ালিদ। তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা তার মৃত্যুর কারণ নিশ্চিত করবেন।’

মাসুদের বিরুদ্ধে আগের কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা তা জানাতে পারেননি। নিহতের পরিবারের কেউ এখনো হাসপাতালে আসেননি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments