বাংলাদেশ প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকতের সী গাল পয়েন্টে গোসল করতে নেমে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ফাতীন ইতমাম মাহমুদ (২৩)। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ফাতীন ইতমাম মাহমুদ রাজধানী মিরপুর ১২ নম্বর বাসুপাড়ার সি ব্লকের মাহমুদুল হোসাইনের পুত্র। তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
ট্যুরিস্ট পুলিশের এএসপি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শুক্রবার সকালে তারা পাঁচ বন্ধু মিলে ঢাকা থেকে মোটরসাইকেলে করে কক্সবাজার আসেন। বিকেল ৪টায় বন্ধুসহ সিগাল হোটেলসংলগ্ন সাগরে ভাটার সময়ে গোসলে নেমে ডুবে যান। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় ইউডি (অপমৃত্যু) মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।