শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলানোয়াখালীতে চুরিতে বাধা দেয়ায় ব্লেড দিয়ে মাদ্রাসাছাত্রকে নির্যাতন

নোয়াখালীতে চুরিতে বাধা দেয়ায় ব্লেড দিয়ে মাদ্রাসাছাত্রকে নির্যাতন

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালী সদর উপজেলায় চুরিতে বাধা দেয়ায় ব্লেড দিয়ে মো. নাঈম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে স্থানীয় কিছু বখাটে এ নির্যাতন চালায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিছে তা বলতে পারেনি শিশুটি ও তার পরিবার।

নির্যাতনের শিকার শিশু নাঈম উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে স্থানীয় সালেহপুর দারুল উলুম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র। তাকে নোয়াখালী জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নির্যাতনের শিকার শিশুর পরিবার জানায়, রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি ছেলে সুপারি চুরি করছে দেখে সে বাধা দিয়ে চলে যায়। এ সময় পেছন থেকে অচেনা তিন জন কিশোর তার চোখ ও মুখ ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে জখম করে।

একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে, পরে জ্ঞান ফিরলে বাগান থেকে বের হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারকে জানায়। দুপুরে তাকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

সুধারাম থানার ওসি নবির হোসেন জানান, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments