শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় সুতিজালে বিলের পানি নিষ্কাষণে বাঁধা, বাধ্য হয়ে কাঁদামাটিতে পেঁয়াজের বীজতলা তৈরি

সাঁথিয়ায় সুতিজালে বিলের পানি নিষ্কাষণে বাঁধা, বাধ্য হয়ে কাঁদামাটিতে পেঁয়াজের বীজতলা তৈরি

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় সুতিজালের কারণে বিলের পানি নিষ্কাশনে বাঁধার সৃষ্টি হওয়ায় কৃষকদের বাধ্য হয়ে কাঁদামাটিতে পেঁয়াজের বীজতলা তৈরী করতে হচ্ছে। রবি ফসলের আবাদ বিলম্বিত হবার আশংকা রয়েছে। বিল এলাকার প্রতিটি কৃষকের ঘরে ঘরে স্তুপ হয়ে পড়ে আছে ঈশ্বরদী থেকে কেনা ছাই। বিলগুলোর পানি নিস্কাশনের দিকে তাকিয়ে রয়েছে তারা। পানি কমলেই বিলম্ব না করে ছাই ছিটিয়ে পেঁয়াজের বীজতলা তৈরি করবে। বীজতলা তৈরির আগেই তাদের গলার কাটা হয়ে দেখা দিয়েছে সুতিজালের বাঁধ। কৃষকদের দাবি ক্যানালের মুখে সুতিজালের বাঁধ দিয়ে পানি নিস্কাশনে বাঁধা দেওয়ায় জমিতে সময়মত পেঁয়াজের বীজতলা ও পেঁয়াজ রোপন করা সম্ভব হয় না। এতে রবি শস্যের আবাদ হয় বিলম্বত। উপজেলার পেঁয়াজ চাষীদের বীজতলা তৈরিতে ছাই কেনা বাবদ অতিরিক্ত প্রায় আড়াই কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘুঘুদহ, কাটিয়াদহ, সাতআনি,মুক্তাহার, জামাইদহসহ বিভিন্ন বিলের প্রবেশদ্বার ও পানি বের হবার রাস্তা কাকেশ্বরী নদীতে কতিপয় ব্যক্তি প্রতিবছরের মত এবছরও অবৈধ ভাবে ২০টি সুতিজালের বাঁধ স্থাপন করেছে। সাঁথিয়া-২৪ মাইল সড়কের তালপট্ধসঢ়;্রী ব্রীজে সুতিজালের বাঁধ তৈরি করে ঘুঘুদহের দুটি বিল ও সাতআনিরচরের বিলের পানি নিষ্কাশন বাঁধাগ্রস্ত করে মাছ শিকার করা হচ্ছে। সরেজমিন ঘুঘুদহ ও সাতআনির বিল ঘুরে দেখা গেছে সাঁথিয়া- গৌড়িগ্রাম সড়কের সাতআনি ব্রিজের পূর্বপাশে ও তালপট্রী ব্রীজের পশ্চিম পাশে (গুচ্ছগ্রাম সংলগ্ন) কাগেশ্বরী নদীতে জাল ও বাঁশ দিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। এর পাশাপাশি তালপট্রী থেকে সাতআনির ব্রীজ পর্যন্ত ছোট বাঁধ দিয়ে পানি প্রবাহবন্ধ করে মাছ শিকার করছে প্রভাবশালীরা। এদিকে সঠিক সময়ে পানি নিস্কাশন না হওয়ায় চিন্তিত হয়ে পড়েছে কৃষকরা। তাদের প্রধান ফসল পেঁয়াজের বীজতলা তৈরির সময় পার হয়ে যাচ্ছে। সময় মত পানি নিস্কাশন না হবার কারণে কৃষকরা বাড়তি খরচ করে ঈশ্বরদী থেকে ছাই কিনে কাঁদা মাটিতে পেঁয়াজের বীজতলা তৈরি করছে। ঘুঘুদহ বিল পাড়ের সড়ক দিয়ে কৃষকদের ক্রয়করা লক্ষ লক্ষ বস্তা ছাই স্তুপ করে রাখা হয়েছে। পানি কমলেই তারা অপেক্ষা না করে কাঁদা মাটিতেই বীজতলা তৈরি করবে। শুধু ঘুঘুদহ না প্রতিটি বিলের প্রবেশ মুখে বাঁধ দেয়ায় সব এলাকার কৃষকই এখন ছাইয়ের ব্যবহার শুরু করেছে। এছাড়াও জলাবদ্ধতার কারণে পেঁয়াজের বীজতলা তৈরিতে বিলম্বিত হচ্ছে উপজেলার কাটিয়াদহ, সাতআনি,মুক্তাহার, জামাইদহ, সোনাইবিল সহ বিভিন্ন বিল পারের চাষীদের। সাঁথিয়া পৌর সভার কাজীপুর গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক ও কাশিনাথপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের কৃষক তোমসের, আব্দুল বাতেন, হুইখালী গ্রামের কৃষক আসলামসহ অনেকেই জানান, সময়মত বিলের পানি নিস্কাশন না হওয়ায় আমরা বাধ্য হয়ে ছাই ব্যবহার করছি। জমিতে চাষ দিয়ে বীজতলা তৈরি করলে কমপক্ষে ১মাস বিলম্ব^ হবে। এতে পেঁয়াজ রোপন নাবি হবে। কাঁদা মাটিতে পেঁয়াজের বীজতলা তৈরিতে আমাদের বেশি টাকা গুণতে হচ্ছে। ১ কেজি পেঁয়াজের বীজতলা তৈরিতে ১ হাজার টাকার ছাই অতিরিক্ত লাগছে। এদিকে তালপট্রী ও সাতআনির চরের সুতিজাল নাম মাত্র অপসারণ করেন বেড়া পওর বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক। তারা বাঁশ থেকে কিছু জাল সরিয়ে চলে যান। কৃষকদের দাবি পুনরায় জাল স্থাপন করে পানি নিস্কাশনে বাঁধা সৃষ্টি করা হয়। আব্দুল খালেক জানান, কাগেশ্বরী নদীতে ২০টি সুতিজাল অপসারণের জন্য স্বস্ব ব্যক্তিকে নোটিশ দেয়া হয়। তারা বাঁধ অপসারণ না করায় লোকজন দিয়ে আমরা অপসারণ কাজ আজ করছি। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহম্মেদ বলেন, ইতোমধ্যে বাঁধ অপসারণ শুরু হয়েছে। অল্প সময়ে সমস্ত সুতিজালের বাঁধ অপসারণ করা হবে।# ছবিসহ আব্দুদ দাইন সাঁথিয়া,পাবনা। ৪/১১/২০২০ ছবির ক্যাপশনঃ (১) ঘুঘুদহ বিলে কৃষক পানির মধ্যে পেঁয়াজের বীজতলা তৈরিতে ব্যস্ত। (২) বিল পারে স্তুপ করে রাখা ছাই বীজতলা ফেলতে বস্তা ভর্তি করা হচ্ছে। (৩) তালপট্রী ও সাতআনির চরের সূতিজাল নাম মাত্র অপসারণ করেন বেড়া পওর বিভাগ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments