শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মাদকসেবীর ৬ মাস করে কারাদণ্ড

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মাদকসেবীর ৬ মাস করে কারাদণ্ড

ওসমান গনি: কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবী কে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে চান্দিনা পৌরসভার তুলাতুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চান্দিনা উপজেলার তুলাতলি গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে মো. শাহআলম (৪২) ও মো. তানভীর হোসেন (২০) অপরজন একই এলাকার মো. হোসেন মিয়া ছেলে রুবেল (২৫)। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ শাহ আলম জানান, সাজাপ্রাপ্তরা নিজের বসত ঘরে বসে মাদক সেবন করার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে আমরা সেখানে যাই। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক এস.আই মো. নোমান হোসেন, এস.আই মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments