শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে দলনেত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

মুলাদীতে আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে দলনেত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন এক দলনেত্রী। মুলাদী পৌরসভার আনসার ভিডিপির ১নং ওয়ার্ডের দলনেত্রী ফাতেমা আক্তার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান ওরফে শাহাবুদ্দিনের বিরুদ্ধে থানা ও এএসপি কার্যালয়ে অভিযোগ দেন। ফাতেমা আক্তার জানান উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান বিভিন্ন সময় দলনেত্রীদের ডেকে নিয়ে কুপ্রস্তাবসহ অনৈতিক কাজের প্রস্তাব দেন। তার কাজে সহযোগিতা না করলে দলনেত্রীদের দলচ্যুত করার হুমকি দেন। গত ২৮ অক্টোবর বিকাল ৩টার দিকে মিজানুর রহমান মোবাইল ফোনে দলনেত্রী ফাতেমাকে আনসার ভিডিপি কার্যালয়ে হাজির হতে বলেন। ওই দিন ফাতেমা আক্তার অফিসে না যাওয়ায় পরদিন ২৯ অক্টোবর পুনঃরায় তাকে ডেকে নিয়ে অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন এবং দলনেত্রীর পদচ্যুত করার হুমকি দেন। এব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান ওরফে শাহাবুদ্দিন জানান আমি দলনেত্রী ফাতেমাকে কোনো অশ্লীল কথা বলিনি। আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে। সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মো. মতিউর রহমান জানান ফাতেমা আক্তারের আবেদন পেয়েছি। ব্যবস্থা গ্রহণের জন্য মুলাদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments