শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সাংবাদিককের ওপর পুলিশি এ্যাকশনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রংপুরে সাংবাদিককের ওপর পুলিশি এ্যাকশনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জয়নাল অবেদীন: সাংবাদিককের ওপর পুলিশি এ্যাকশনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে রংপুরে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দায়িদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া না হলে রংপুরে কর্মরত সাংবাদিকরা আন্দোলন কর্মসুচির ঘোষনা দিয়েছে।শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী কর্মসুচির আয়োজন করে টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন রংপুর। এতে সংহতি প্রকাশ করেন রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ ও রংপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা। এদিকে মানববন্ধন চলাকালে পুলিশী নির্যাতনের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু সাধারন সম্পাদক রফিক সরকার,যমুনা টিভির সরকার মাজহারুল মান্নান, একুশে টিভির লিয়াকত আলী বাদল বৈশাখীর আফতাব হোসেন , আরটিভির জাহাঙ্গির আলম বাদল, চ্যানেল আইর ক্যামেরা পারসন সুমন ।গত মঙ্গলবার রাতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে পেশাগত দায়িত্ব পালনের সময় ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন লিমনকে ছবি তুলতে বাঁধা দেয় পুলিশ। এসময় লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে তাকে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments