শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে মাস্ক না পড়ায় ৩৮ ব্যক্তির অর্থদণ্ড

রায়পুরে মাস্ক না পড়ায় ৩৮ ব্যক্তির অর্থদণ্ড

তাবারক হোসেন আজাদ:

লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি পালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮ ব্যাক্তিকে জনপ্রতি ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার বিকালে (২৪ নভেম্বর) রায়পুর পৌর শহরের বিভিন্নস্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী, পেস্কার আব্দুল রহিম, এসআই নাসিম হক এমরান প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী বলেন,
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিহিত ছাড়া চলাচল করায় ৩৮ পথচারীকে অর্থদণ্ড করা হয়েছে। এঅভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments