শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট, দুই দালালের সাজা

রংপুরে ছদ্মবেশে ম্যাজিস্ট্রেট, দুই দালালের সাজা

জয়নাল আবেদীন: রংপুরের সরকারি প্রতিষ্ঠানের অফিসগুলোতে সেবাপ্রত্যাশিদের হয়রানি রোধ ও দালালমুক্ত করতে মাঠে নেমেছে প্রশাসন। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান চলছে। এবার সেই অভিযানে সেবাগ্রহীতার ছদ্মবেশে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের দু'জনকে সাত ও দুই দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর জোনাল সেটেলমেন্ট, বিআরটিএ, পাসপোর্ট অফিসহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে যান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। সেখানে তিনি গ্রামের সাধারণ মানুষের সাথে কাগজ নিয়ে কয়েকজনকে কথা বলতে দেখতে পান । এ সময় সন্দেহভাজনের সাথে কথা বলে পুলিশের সহয়তায় দালাল চক্রের দুইজনকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে দালালি কাজে নিয়োজিত থাকার কথা স্বীকার করলে নগরীর মুন্সিপাড়ার লাভলু হোসেনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান দেন ম্যাজিস্ট্রেট। জোনাল সেলেটমেন্ট অফিসে দালালি কাজের জন্য দুলাল ঘোরাফেরা করতেন। অপরদিকে বিআরটিএ কার্যালয়ে ছদ্মবেশে চালানো অভিযানের সময় দালাল চক্রের আরেক সদস্য সাতগাড়া মিস্ত্রিপাড়ার রবিউল ইসলামকে হাতে নাতে আটক করা হয়। তাকে ২ দিনের কারাদণ্ড প্রদান করে আদালত।গ্রামের সাধারণ মানুষের কাছে মোটা অংকের টাকা নিয়ে কাজ করে দেয়ার কথা বলে বিভিন্ন হয়রানি করে আসছিলেন এসব দালাল। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, দালাল চক্রের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে সেবাগ্রহীতাদের হয়রানির শিকার হচ্ছে এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। তাদের হাত থেকে সেবাগ্রহীতাদের বাঁচাতে জেলা প্রশাসকের নির্দেশে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। আজ দু’জনকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরণের অভিযান আগামীতেও অব্যহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments