শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসেচ খাল দখল করে স্থাপনা, ভেস্তে যাচ্ছে সেচ ব্যবস্থাপনা

সেচ খাল দখল করে স্থাপনা, ভেস্তে যাচ্ছে সেচ ব্যবস্থাপনা

তাবারক হোসেন আজাদ: বন্যামুক্ত থেকে বছরে একাধিক ফসল ও নিরাপদে মাছ চাষের জন্য ষাটের দশকে ‘চাঁদপুর সেচ প্রকল্প বাঁধ’ নামে দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প বাস্তবায়ন হলেও বর্তমানে সেই আশা দুরাশায় পরিণত হতে চলেছে। প্রকল্পের অভ্যন্তরীণ সেচখালসহ ডাকাতিয়া নদীর শাখা খালগুলোর বেশিরভাগ দখল ও দূষণের শিকার। ফলে প্রতিবছরই বর্ষাকালে টানা বর্ষণে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ক্ষতি হয় ফসলের মাঠ ও আবাদকৃত মাছের প্রজেক্ট। জানা গেছে, ১৯৬৫ সালে লক্ষ্মীপুর জেলার রায়পুরসহ ৫টি উপজেলার ১০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শুরু হয়। দুই দফায় সেই কাজ সম্পন্ন হয় ১৯৭৮ সালে। ৪৭ হাজার হেক্টর এলাকাজুড়ে এই প্রকল্পের মধ্যে লক্ষ্মীপুর জেলার অংশ ২৫ হাজার ২০০ হেক্টর, যার অধিকাংশই রায়পুর ও সদর উপজেলার মধ্যে। বন্যামুক্ত এলাকায় হওয়ায় কৃষকরা বছরে রোপা, আমন, বোরো আবাদের সঙ্গে সঙ্গে আউশের চাষ করে রায়পুর উপজেলাকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলে। অপরদিকে বাঁধের অভ্যন্তরের খাল ও পুকুরে মাছ চাষ শুরু হয়। বন্যামুক্ত এলাকা হওয়ার সুযোগে সিআইপির অভ্যন্তরে রায়পুর উপজেলার খালগুলো দিন দিন অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। উপজেলা ঘুরে দেখা গেছে, চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারের প্রবেশমুখের গাজী মার্কেটের পাশে খালটি নদীর পাড় বেশিরভাগ দখল হয়ে গেছে। কেরোয়া ইউনিয়নে প্রবেশমুখ খালের দক্ষিণ পাড়ও বেশিরভাগ দখল। উত্তর ও দক্ষিন চরবংশী ইউনিয়নের খাল দখল করে স্থাপনা গড়ে উঠেছে। লক্ষ্মীপুর চৌরাস্তায় এবং আনন্দবাজারে খালের ওপর দোকানপাট গড়ে উঠেছে। বেশকিছু স্থাপনা ডাকাতিয়া নদীর পাড় দখল করে গড়ে উঠেছে। পৌরসভার এল.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পাশে পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর দেনায়েতপুর গ্রামে খাল দখল করে স্থাপনা গড়ে উঠেছে। দক্ষিন চরবংশী ইউনিয়নের ষ্ট্রীল ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীর সংযোগ খাল দখল করে বহুতল ভবনও তৈরি হচ্ছে। এভাবে একের পর এক খাল দখল হলেও পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা প্রশাসনের কোনো তদারকি নেই। এদিকে কৃষি অধিদফতর ও বিআইডিসি কর্তৃপক্ষ একদশক পূর্বে রায়পুর সিআইপির অভ্যন্তরে ভরাট ও দখল হয়ে যাওয়া খালগুলোর বিষয়ে জরিপ করে ৬৩টি খাল খননের প্রস্তাবনা দেয়। কিন্তু অদ্যাবধি কোনো পদক্ষেপ নেয়া হয়নি। রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, সম্প্রতি বিআইডিসি কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি ইউনিয়নের দুটি করে খাল খনন করবে তারা। তবে সেচ খাল খননে পানি উন্নয়ন বোর্ডসহ অন্যদের এগিয়ে আসা উচিত বলে তিনি জানান। রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, সিআইপির অভ্যন্তরে ভরাট ও দখল হয়ে যাওয়া খালগুলোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে সহসাই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments