শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজমে উঠেছে গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন

জমে উঠেছে গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন

আব্দুল লতিফ তালুকদার: জমে উঠেছে টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন। নির্বাচনের প্রতীক পাওয়ার পর নির্বাচনী হাওয়া বইছে ব্যবসায়ীদের মাঝে। প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি দোকান ও বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেছে। বাজারের অলিগলিতে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। প্রতীক পাওয়ার পর পোস্টারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ মোড় সহ পুরো বাজার। গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, বণিক সমিতির নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সময় ঘনিয়ে আসায় প্রার্থীরা ভোটারদের নিকট ভোট প্রার্থনা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার কথা বলে ভোট চাইছেন। নির্বাচনে মোট ৯ টি পদের জন্য লড়াই করছেন ১৮ জন প্রার্থী। মোট ভোটার রয়েছেন ১৪৭০ জন। প্রধান নির্বাচন কমিশনার মো. রুহুল আমিন জানান, আগামী ২৩ ডিসেম্বর গোবিন্দাসী বাজার বণিক সমিতির নির্বাচন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য প্রায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন ও সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দীতা করছেন। মোট ১৪৭০ জন ভোটার, প্রত্যেকে ৯ টি পদে ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments