শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাএপ্রোচে মাটি শুন্য চৌহালীর বিনানইয়ে সেতু : মানুষের অবর্ননীয় দূর্ভোগ

এপ্রোচে মাটি শুন্য চৌহালীর বিনানইয়ে সেতু : মানুষের অবর্ননীয় দূর্ভোগ

মারুফা মির্জা: প্রাকৃতিক নানা দুর্যোগ ও যমুনা নদীর ভাঙ্গনে বিপর্যস্ত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বাঘুটিয়া ইউনিয়নের বিনানুই গ্রামের মানুষের এখন অন্যতম দুঃখ অকার্যকর সেতু। বিনানুই নতুন বাজার-গয়হাটা মরিচপাড়া সড়কের বিনানুই খালের উপরে নির্মিত কংক্রিট ব্রীজের দু‘পাশে ১০ মাস এপ্রোচে নেই মাটি। ফলে ওই এলাকার ৭ গ্রামের ৫ হাজার মানুষের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ও সেতু/কালভাট নির্মাণ প্রকল্পের আওতায় বিনানইতে ৩১ লাখ ৫০ হাজার ৯৫৪ টাকা ব্যয়ে ৩৮ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থ সেতুটি ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারী নির্মাণ করা হয়। এরপর থেকেই ওই ব্রীজের দু‘পাশে সংযোগ সড়ক তৈরী না করায় ওই এলাকার ৭ গ্রামের প্রায় ৫ হাজার মানুষ প্রতিদিন যাত্রা পথে বিরম্বনার শেষ নেই। উপায় না বুঝে এপ্রোচে একটি গাছের গুড়ি ফেলে তা বেয়ে যাতায়াত করছে এলাকার সবাই। এতে বিনানুই, চর বিনানুই, চর সলিমাবাদ, চর নাকালিয়া, নয়াপাড়া, গয়হাটা মরিচপাড়া ও শান্তিনগর গ্রামের মানুষ চড়ম দুর্ভোগ পোহাচ্ছে। এমন সেতু উপজেলা জুড়ে উন্নয়নে নাজুক অবস্থা তারই প্রমান বহন করছে। এ বিষয়ে বিনানুই আব্দুল আউয়াল মোল্লা, চর সলিমাবাদ গ্রামের মুকুট মোল্লা, রফিক খাঁ, চর নাকালিয়া গ্রামের ইউসুফ আলী, শান্তিনগর গ্রামের মনসুর আলী জানান, ১০ মাস ধরে ব্রীজটি তৈরী করা হয়েছে। কিন্তু দু‘পাশের সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়নি। ফলে আমরা যাতায়াতে চরম কষ্ট পোহাচ্ছি। তরুণ ও যুবকেরা গাছের গুড়িতে উঠে কোন রকমে চলতে পারলেও বৃদ্ধ ও নারীদের সে উপায় নেই। এ অবস্থায় স্কুলগামী শিশুরা পাড় হতে পারে না। যে কারনে সেতুটি এখন অকার্যকর হিসেবে এলাকার সবার কাছেই গন্য। বার-বার দায়িত্বশীলদের কাছে বলেও কাজ হচ্ছেনা। তাই সামগ্রীক ভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের সবাইকে। এ বিষয়ে ব্রীজটির সাব ঠিকাদার রমজান আলী বলেন, বীজিটি নির্মাণের পর মাটি ভরাট করা হয়েছিল। কিন্তু বন্যার পানিতে ভেঙ্গে গেছে। কিছ ুদিনের মধ্যেই আবারো মাটি ভরাট করা হবে। এ বিষয়ে বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাহ্ধসঢ়;হার সিদ্দিকী বলেন,বীজিটির দু‘পাশে মাটিভরাট করা হয়েছিল। কিন্তু বন্যায় ভেঙ্গে গেছে। অচিরেই ওখানে মাটিভরাটের কাজ করা হবে। এ বিষয়ে চৌহালি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মজনু মিয়া বলেন, বীজিটি নির্মাণের পর মাটিভরাট করা হয়েছিল। কিন্তু বন্যার পানির তীব্র চাপে তা ভেঙ্গে গেছে। তাই দ্রুতই মাটিভরাট করে সবার চলাচলের উপযোগী করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments