শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ

রংপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ

জয়নাল আবেদীন: রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসন এবং চেম্বার অব কমার্স‘র আয়োজনে ব্যবসায়িরা জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুর অবমাননার প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ করেছে । শনিবার রংপুরের বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল ক্যাডার কর্মকর্তা ও বিচার বিভাগের কর্মকর্তাগণের অংশগ্রহণে সকাল সাড়ে ১০ টায় রংপুর টাউন হলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুর অবমাননার প্রতিবাদে 'জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান' প্রতিপাদ্যকে সামনে রেখে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, কর বিভাগ, শিক্ষা বিভাগ, চিকিৎসা বিভাগ, প্রকৌশল বিভাগ, কৃষি বিভাগসহ রংপুরের বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল ক্যাডার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সভায় ক্যাডার কর্মকর্তাগণ ও বিচার বিভাগের কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুর অবমাননার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এছাড়া বক্তাগণ বঙ্গবন্ধুর অবমাননার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ডিআইজি দেবদাস ভট্রাচার্য, সিনিয়র জেলা ও দায়রা জজ শাহেনূর , মেট্রেপলিটন পুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মো: আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা: নূরন্নবী লাইজু,ভারপ্রাপ্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: জাকিরুল ইসলাম লেলিন, সিভিল সার্জন ডা: হিরম্ব কুমার রায় অতিরিক্ত পুলিশ সুপার মধুসুদন দত্ত । এদিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, অবিসংবাদীত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবমাননার প্রতিবাদে এফবিসিসিআই এর উদ্যোগে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচীর অংশ হিসেবে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদের নেতৃত্বে রংপুরের সর্বস্তরের ব্যবসায়ীগণ রংপুর প্রেসক্লাব চত্বরে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা ১ ঘন্টার মানববন্ধন কর্মসূচী পালন করে।মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, পরিচালক পার্থ বোস, মোঃ রিয়াজ শহিদ শোভন, মোঃ জুলফিকার আজিজ খাঁন ভুট্টু, মোঃ আকবর আলী, খেমচাঁদ সোমানী রবি।বক্তারা বলেন, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বাধা প্রদান এবং স্থাপিত ভাস্কর্য ভেঙে ফেলার ভয়ংকর হুমকি দিয়েছে চিহ্নিত স্বাধীনতাবিরোধী, মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তি। তাই যে কোন মূল্যেই হোক বঙ্গবন্ধুর অবমাননাকারীদের রুখে দিতে হবে। ব্যবসায়ী নেতারা বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের জায়গা। বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা, মুক্তিযুদ্ধকে আঘাত করা।’ তাই বঙ্গবন্ধুর অবমাননায় রংপুরের ব্যবসায়ী সমাজ চুপ থাকতে পারে না। তাই রংপুরের সর্বস্তরের ব্যবসায়ীগণ এর তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments