বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে মাদক মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটে মাদক মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

শফিকুল ইসলাম: জয়পুরহাটে মাদক মামলায় রবিউল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম সরোয়ার আসামীর উপস্থিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রবিউল ইসলাম নওগাঁর ধামইরহাট উপজেলার চকচান্দিরা গ্রামের শরীফ মন্ডলের ছেলে। এছাড়া অভিযোগ প্রমানিত না হওয়ায় আবু রায়হান নামে এক যুবককে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থেকে ঢাকাগামী মেধা এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাসে যৌথ অভিযান চালায় বিজিবি ও র‌্যাব। এসময় রবিউল ইসলামের দেহ তল্লাশী করে ৫৫৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় একই দিন জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে একই বছরের ৯ ফেব্রুয়ারী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন সদর থানার উপ পুলিশ পরিদর্শক মেহেদী হাসান। এর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments