শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচট্টগ্রামে করোনায় মারা গেলেন আরো এক পুলিশ সদস্য

চট্টগ্রামে করোনায় মারা গেলেন আরো এক পুলিশ সদস্য

বাংলাদেশ প্রতিবেদক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল জহিরুল ইসলাম।

চট্টগ্রামে নগর পুলিশের বিশেষ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪৪ বছর। এক ছেলে, এক কন্যা সন্তানের জনক কনস্টেবল জহিরুলের বাড়ি লক্ষীপুর জেলায়।

গত ৬ ডিসেম্বর কনস্টেবল জহিরুলের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে। গতকাল বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে জহিরুলকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ছয়টার দিকে তিনি মারা যান।

এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের এক উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) মোট ছয়জন করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেলেন।

দামপাড়া পুলিশ লাইনে জানাজা শেষে কনস্টেবল জহিরুলের লাশ কোভিড প্রটোকল মেনে লক্ষীপুর পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান এডিসি মঈনুল।

১৯৯৬ সালে কনস্টবেল জহিরুল বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments