শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবদরগঞ্জে প্রচার-প্রচারণা শেষে এখন ভোটের অংক কষছেন পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা

বদরগঞ্জে প্রচার-প্রচারণা শেষে এখন ভোটের অংক কষছেন পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা

জয়নাল আবেদীন: রংপুরের বদরগঞ্জে ব্যাপক প্রচার প্রচারণা শেষে এখন ভোটের অংক কষছেন পৌরসভা নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা। সোমবার কার গলায় উঠবে বিজয়ের মালা তা নিয়ে আলোচনায় ব্যস্ত ভোটাররাও। তবে সাধারণ মানুষের আগ্রহ পৌর মেয়রকে নিয়ে।এদিকে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটপ্রদান করবে বদরগঞ্জ পৌরবাসী। এজন্য শনিবার নয় কেন্দ্রে মকভোটিং অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পৌর এলাকার নয়টি কেন্দ্রের ৬৫টি বুথে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কর্মকর্তা।বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ ৪৭ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দলীয় প্রতীকে মেয়র হতে লড়ছেন তিনজন। বাকি একজন স্বতন্ত্র প্রার্থী। মেয়র প্রার্থীর মধ্যে ভোটারদের কাছে এগিয়ে রয়েছে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাসানুল হক চৌধুরী টুটুল। তিনি পৌর নির্বাচনে অংশ নিতে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আজিজুল হককে নিয়েও রয়েছে নানান জল্পনা কল্পনা। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই দুই প্রার্থী ছাড়া মেয়র পদে বিএনপি মনোনীত ফিরোজ শাহ (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলনের সাদ্দাম হোসেন (হাতপাখা) প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন।ভোটের মাঠ চষে বেড়ানো প্রার্থীদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩০ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে রয়েছেন ১৩ প্রার্থী। তারা বিভিন্ন প্রতীক বরাদ্দ পেয়েছেন। সাধারণ ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে উৎসাহ রয়েছে। তারা তাদের ভোট সৎ ও যোগ্য প্রার্থী দেখে প্রয়োগ করতে চান। স্থানীয় ভোটার আফরোজা সরকার বলেন, আমি উন্নয়নকে বেশি গুরুত্ব দিচ্ছি। একারণে যার মাধ্যমে আমাদের উন্নয়ন নিশ্চিত হবে, তাঁকেই ভোট দিব।এদিকে বদরগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে আওয়ামীলীগ নেতা উত্তম কুমার সাহা টানা চার দফায় নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ ২২ বছর ধরে বদরগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগের একক আধিপত্য থাকায় এবারো দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী নৌকার মাঝি আহাসানুল হক চৌধুরী টুটুল। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, বদরগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত আওয়ামীলীগের প্রার্থী পরাজিত হয়নি। মানুষের চোখে এখানকার উন্নয়ন দৃশ্যমান। তাই ভোটাররা এখন নৌকার বিকল্প কাউকে ভাবছেন না। আমি আমার চাচাতো ভাইয়ের জন্য সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই। অন্যদিকে বিএনপির প্রার্থী ফিরোজ শাহ ধানের শীষ নিয়ে ভোটের মাঠে প্রচারনায় থাকলেও তা চোখে পড়ার মত ছিল না। তার সাথে দেখা যায়নি উপজেলা বিএনপির নেতা-কর্মীদেরও। একই অবস্থা ইসলামী আন্দোলনের প্রার্থী সাদ্দাম হোসেনের। এই নির্বাচনে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই। সাধারণ ভোটারদের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী আহাসানুল হক চৌধুরী টুটুল ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আজিজুল হককে নিয়ে বেশি মাতামাতি লক্ষ্য করা যায়। বিএনপি মনোনীত প্রার্থী ফিরোজ শাহ বলেন, জনগণ পরিবর্তন চায়। আওয়ামীলীগকে এখন আর কেউ পছন্দ করে না। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিয়ে আওয়ামীলীগের দীর্ঘ দিনের অনিয়ম দুর্নীতির জবাব দিতে প্রস্তুত। যদি ভোট সুষ্ঠু হয়, তাহলে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত বলেও দাবি করেন তিনি। স্বতন্ত্র অধ্যাপক আজিজুল হক বলেন, ভোটার কাছে ভালো সাড়া পেয়েছি। আশা করছি ২৮ ডিসেম্বর বদরগঞ্জ পৌর নির্বাচনে নারিকেল গাছ প্রতীকে ভোট বিপ্লব হবে। মানুষ এবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন। তিনি বলেন, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে পোলিং অফিসার, এজেন্ট নিয়োগ দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ছাড়া র্যাব ও পুলিশ এবং নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।তিনি আরো জানান, বদরগঞ্জ পৌরসভায় মোট নয়টি ওয়ার্ডের ৯ ভোটকেন্দ্রে ৬৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এখানে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা নয় হাজার ৭২২ জন এবং নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৬০ জন। এদিকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও পর্যবেক্ষণে মাঠে রয়েছে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। তারা প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। রোববার দিবাগত মধ্য রাত ১২টা থেকে ভোটগ্রহণের দিন ২৮ ডিসেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক, পিকআপ চলাচলের উপর নিষেধাজ্ঞ জারী করেছে জেলা প্রশাসন। রির্টানিং কর্মকর্তার অনুমতি স্বাপেক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী বা তাদের নির্বাচনী এজেন্ট, দেশী-বিদেশী পর্যবেক্ষকের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরী কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞ প্রযোজ্য হবে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments