শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামুজিব শতবর্ষ উপলক্ষে শাহজাদপুরে ১৫০ ভূমি ও গৃহহীন পরিবার পেলেন স্বপ্নের...

মুজিব শতবর্ষ উপলক্ষে শাহজাদপুরে ১৫০ ভূমি ও গৃহহীন পরিবার পেলেন স্বপ্নের নীড়

বিমল কুন্ডু: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১৫০ ভ‚মিহীন ও গৃহহীন পরিবার পেলেন স্বপ্নের বাসগৃহ। দেশব্যাপী সকল ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে এ বাসগৃহ দেয়া হয়। আজ শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসগৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি কক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ধসঢ়; মোঃ শামসুজ্জোহা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসগৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের পর শাহজাদপুর উপজেলার ৫ টি ইউনিয়নের ১৫০ জন ভ‚মিহীন ও গৃহহীনের মাঝে বাসগৃহের চাবি হস্তান্তর করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, সহকারি কমিশনার (ভ‚মি) মাসুদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান প্রমুখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ধসঢ়; মোঃ শামসুজ্জোহা জানান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভ‚মি ও গৃহহীন পরিবারের জন্য চলতি অর্থ বছরে শাহজাদপুর উপজেলার ৫টি ইউনিয়নে দেড়শত মানসম্মত বাসগৃহ নির্মাণ করা হয়েছে। এদের মধ্যে রুপবাটি ইউনিয়নে ৪০টি, পোতাজিয়া ইউনিয়নে ৪০টি, গাঁড়াদহ ইউনিয়নে ৪০টি, হাবিল্লাহনগর ইউনিয়নে ২০টি, কৈজুরী ইউনিয়নে ১০টি বাসগৃহ বরাদ্দ দেয়া হয়েছে। তিনি আরও জানান, দুই শতক জমির উপর ২০ ফুট প্রস্থ ও ২২ ফুট দৈর্ঘ্যরে দুই কক্ষ বিশিষ্ট এই বাড়ীগুলোর সাথে সংযোজিত রয়েছে একটি রান্না ঘর, শৌচাগার ও সামনে খোলা বারান্দা। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সরকারি নির্দেশনা অনুযায়ী বাসগৃহ নির্মাণে সার্বিকভাবে তদারকি করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ মাসুদ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। পর্যায়ক্রমে সকল উপকারভোগীদের মাঝে বাসগৃহ হস্তান্তর করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments