মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাসাংবাদিকের উপর হামলার প্রদিবাদে ভূঞাপুর প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিকের উপর হামলার প্রদিবাদে ভূঞাপুর প্রেসক্লাবের মানববন্ধন

আব্দুল লতিফ তালুকদার: বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূঞাপুর প্রেসক্লাবের সংবাদকর্মীরা। মঙ্গলবার সকাল ১১টায় ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ধসঢ়;আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাংবাদিক মিজানুর রহমান, শফিকুল ইসলাম শাহীন, অভিজিৎ ঘোষ, ইব্রাহীম ভূইয়া, জুলিয়া পারভেজ, আব্দুল লতিফ তালুকদার, আসাদুল ইসলাম, কোরবান আলী তালুকদার, আরিফুজ্জামান তপু, মুহাইমিনুল ইসলাম, মো. নাসির উদ্দিন, তৌফিকুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, এনায়েত করিম বিজয়ের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। উল্লেখ্য, গত (৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলে আসছিল। এ সময় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে চেয়ারম্যানের পক্ষের লোকজন তাদের বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনকালে চেয়ারম্যানের লোকজন বিজয়ের উপর হামলা করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments