শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাএবার সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবী করে সংবাদ সম্মেলন!

এবার সুষ্ঠু নির্বাচন হয়েছে দাবী করে সংবাদ সম্মেলন!

আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে । নির্বাচন পর্যবেক্ষক এবং সাধারণ মানুষ এত সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন এর আগে কোন দিন হয় নাই বলে দাবী করেছেন আক্কেলপুর নাগরিক কমিটি। আজ বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবী করেন তারা। গত মঙ্গলবার বেলা ১১ টায় আক্কেলপুর প্রেসক্লাব ভবনে গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত আক্কেলপুর পৌরসভা নির্বাচনে পরাজিত সাধারণ ও সংরক্ষিত ১২ জন কাউন্সিলর পদে প্রার্থীরা ফলাফল বাতিল এবং পুনঃনির্বাচনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেন। আক্কেলপুর নাগরিক কমিটির আহবায়ক আনোয়ারুল হক বাবলু লিখিত বক্তব্যে বলেছেন, নির্বাচনের পর গত ১৬ ফেব্রুয়ারী হঠাৎ করে কয়েকজন পরাজিত প্রার্থী দলীয় কোন্দল এবং ব্যক্তিগত আক্রোশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসরের নাম জড়িয়ে ‘অর্থের বিনিময়ে নির্বাচন কর্মকর্তাদের যোগসাজসে তার মনপুত্ত প্রার্থীকে বিজয়ী করিয়েছেন’ বলে এক সংবাদ সম্মেলন করেন এবং শুধুমাত্র কাউন্সিলর পদে পুনঃনির্বাচন দাবী করেন। তাদের ওই অভিযোগ আদেও সত্য নয়। আক্কেলপুর পৌরসভা নির্বাচন সম্পর্কে পরাজিত সাধারণ কাউন্সিলর যে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে তা ভিত্তিহীন। নির্বাচন পদ্ধতি,নির্বাচন কমিশন,ইভিএম মেশিন এবং সরকারের ভাবমূর্তি খর্ব করার অপপ্রয়াসের বিরুদ্ধে আমরা আক্কেলপুর নাগরিক কমিটির পক্ষ থেকে ঘৃনা পোষন করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আক্কেলপুর নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আক্কেলপুর মজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী,উপজেলা

দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মন্টু কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments