মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা

জয়নাল আবেদীন: শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগীয় নগরি রংপুরে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন না করায় ৬টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে পতাকা পরিদর্শনকারী ভ্রাম্যমান আদালত । জেলা প্রশাসনের গঠিত পতাকা পরিদর্শন কমিটির নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজা জাহানের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত নগরীতে পতাকা পরিদর্শনে বের হন । এসময় তারা দেখতে পান নগরির অধিকাংশ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সঠিকভাবে হয়নি । কেউ কেউ আর্ধনমিত করনের স্থলে পুরোটাই তুলে রেখেছেন আবার কেউ স্টান্ডের শেষভাগে পতাকা লাগিয়ে রেখেছেন। আবার অনেকে জানেইনা কিভাবে পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয় । পরিদর্শন কমিটি লঘু অন্যায়কারীদের পতাকা উত্তোলনের বিষয়টি বুঝিয়ে দেন এবং কাউকে সতর্ক করে দেন । আবার গুরু অন্যায়কারীদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাংলাদেশের জাতীয় পতাকা আইনে ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড রায় প্রদান করেন । নগরির ধাপ এলাকায় লাজফার্মা লিমিটেড ওষুধ বিক্রয় প্রতিষ্টান, সেবা প্যাথোলজিক্যাল সেন্টার, পপুলার ডায়াগোনেষ্টিক সেন্টার, জেনারেল হাসপাতাল, ল্যাব এইড, আপডেট এই ৬টি প্রতিষ্ঠানের ২৭ হাজার জরিমানা আদায় করেন । কমিটির অন্যান্য সদস্য হলেন সিনিয়র সাংবাদিক রংপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য জয়নাল আবেদীন, সাংবাদিক শুসান্ত ভৌমিক, পুলিশ পরিদর্শক নামিউল ইসলাম, তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন সহ পেশকার এবং ৪জনপুলিশ সদস্য ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments