বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁওয়ে কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে খাস জমি দখলের চেষ্টা

সোনারগাঁওয়ে কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে খাস জমি দখলের চেষ্টা

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ইসলামপুর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আনন্দ শিপ ইয়ার্ডের বিরুদ্ধে। নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে তারা টিনশেড ঘর নির্মান করে দখল করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার চর রমজান সানাউল্লাহ মৌজার ১৫৭ শতাংশ জমি আল-মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হেরিটেজ পলিমার এন্ড ল্যামি টিউবস লিমিটেড সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করে আসছিলেন। পরবর্তীতে আনন্দ শিপইয়ার্ড এন্ড স্লিপওয়েজ লিমিটেড নামের কোম্পানীর লোকজন ওই জমি বাউন্ডারি দেয়াল দিয়ে দখল করে। এ নিয়ে উভয় পক্ষ আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। এ নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আনন্দ শিপইয়ার্ড বিরোধপূর্ন জমিতে ঘর নির্মান করে জবর দখলের চেষ্টা করে। এ নিয়ে উভয় কোম্পানির লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে আল-মোস্তফা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হেরিটেজ পলিমার এন্ড ল্যামি টিউবস লিমিটেড পরিচালক জাফর ইকবাল বলেন, আমাদের কোম্পানী সম্প্রসারনের জন্য চররমজান সানাউল্লাহ মৌজার বিভিন্ন দাগে সর্বমোট জমি ১৫৭ শতাংশ জমি ভোগ দখল করে আসছি। গত কয়েকদিন আগে আনন্দ শিপইয়ার্ডের লোকজন জোড় পূর্বক ভাবে আমাদের নেয়া বন্দোবস্ত ৯৯ শতাংশ জমিতে ঘর নির্মান করার চেষ্টা করে। তিনি আরো বলেন, এ ব্যাপারে আমরা প্রশাসনকে অবহিত করেছি। প্রশাসন কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আমাদেরকে আশ^স্ত করেন। এ ব্যাপারে আনন্দ শিপ ইয়ার্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা মুন্না বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments