শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে ৫০ টাকার কপি এখন ৫ টাকায়

ভূঞাপুরে ৫০ টাকার কপি এখন ৫ টাকায়

আব্দুল লতিফ তালুকদার: রবি মৌসুমের সকল সবজির দাম এখন হাতের নাগালে। বিশেষ করে, ফুল কপি ও বাঁধা কপির দাম একেবারেই কম। চলতি শীত মৌসুমে শুরুতে যখন প্রতি পিস কপির দাম ছিল ৪০-৫০ টাকা সেই কপির দাম এখন মাত্র ৫ টাকা। শীতের শেষ সময়ে এখন নাম মাত্র দামে বিক্রি হচ্ছে কপি। এছাড়া বাজারে কপির চাহিদা কম থাকায় দাম কমেছে বলে ধারণা করছেন কৃষকরা। সরেজমিনে টাঙ্গাইলের ভূঞাপুর, গোপালপুর, ও ঘাটাইলের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বৃহস্পতিবার উপজেলার গোবিন্দাসী হাটে পর্যাপ্ত পরিমানে কপির আমদানি হয়েছে। হাটে খুচরা কপি বিক্রেতা জুলহাস জানান, এবছরের শীতের শুরুতে যেসব কৃষক আগাম কপি আবাদ করেছিল তারা ভালো দাম পেয়েছে। সেসময় প্রতি কেজি কপি ৬০-৭০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। এখন শেষ সময়ে এসে দাম একেবারেই কমে গেছে। আমরা খুচরা প্রতি পিস কপি বিক্রি করছি ৫-৭ টাকায়। কপি চাষি আল আমিন বলে, এ বছর আমি তিন বিঘা জমিতে কপি চাষ করেছি। ফলনও খুব ভালো হয়েছে। প্রথম পর্যায়ে লাভের মুখ দেখলেও শেষে পরিবহন খরচও উঠছেনা। এছাড়া অন্যান্য সবজির মধ্যে বেগুন, টমেটো বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি। গাজর ১৫ টাকা, খিরা ১০, আলু ১০, শিম ১০, আকার ভেদে লাউ, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments