শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরের হারাগাছ পৌর নির্বাচন: শিক্ষককে হারিয়ে ছাত্রের জয়

রংপুরের হারাগাছ পৌর নির্বাচন: শিক্ষককে হারিয়ে ছাত্রের জয়

জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর নির্বাচনে মেয়র পদে শিক্ষককে হারিয়ে ছাত্রের জয় হয়েছে । শিক্ষক ছিলেন আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আর ছাত্র ছিলেন একই দলের বিদ্রোহী প্রার্থী । তিনি এরশাদুল হক এরশাদ নারিকেল গাছ প্রতীকে ১৭হাজার ২শ৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের মনোনীত (নৌকা) হাকিবুর রহমান ভোট পেয়েছেন ৭হাজার১শ৭৩। বিএনপির মোনায়েম হোসেন ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার৯শ২১ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাহিদ হোসেন হাতপাখা প্রতীকে পেয়েছেন ২হাজার ২শ০৫ ভোট।আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী হাকিবুর রহমান পেশায় শিক্ষক ছিলেন। অপরদিকে বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এরশাদুল হক এরশাদ তার ছাত্র ছিলেন।রবিবার ভোট গ্রহণ শেষে রাত সোয়া নয়টায় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।তিনি আরও জানান,এ পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে শতকার ৬৪ দশমিক ৭২ শতাংশ।যার মধ্যে বৈধ ভোট পড়েছে ৩১হাজার ৫শ৫৯ এবং ১শ৬৪ ভোট বাতিল হয়েছে।এর আগে রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভায় মোট ভোটার ৪৯ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ৩শ২৪ এবং পুরুষ ভোটার ২৩ হাজার ৬শ৯৩ জন ।নির্বাচনে ৪ মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে ৪৮ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments