শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরের প্রথম শহিদ শংকু সমজদারের প্রয়াণ দিবস পালিত: বৃদ্ধা মায়ের খোঁজ নিলেন...

রংপুরের প্রথম শহিদ শংকু সমজদারের প্রয়াণ দিবস পালিত: বৃদ্ধা মায়ের খোঁজ নিলেন ডিসি

জয়নাল আবেদীন: স্বাধীনতার গণআন্দোলনে রংপুরের প্রথম শহিদ শিশু শংকু সমজদারের প্রয়াণ দিবসে স্মরণ সভায় বক্তারা শহিদ শংকু সমজদারের স্মৃতি রক্ষার্থে সরকারি উদ্যোগে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বক্তারা বলেন মুক্তিযুদ্ধের আন্দোলন সংগ্রামের ইতিহাসের সাথে শংকু নামটি সবসময় উচ্চারিত হবে। যার সাহস আর আত্মত্যাগ ভুলে যাবার মতো নয়।যুদ্ধ শুরুর আগেই শংকুর রক্তে রক্তাক্ত হয়েছিল রংপুরের পথ। শংকুর মৃত্যুতে শুধু রংপুরের মানুষ নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কেঁদেছিলেন। ৭ই মার্চের ভাষণে শংকুকে ঘিরে বঙ্গবন্ধু রংপুরের কথা বলেছিলেন।নগরীর আশরতপুর চকবাজারে শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতন প্রাঙ্গণে এই স্মরণ সভা অনুষ্টিত হয় । এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রর আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ ।, সভার প্রধান আলোচক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু বলেন, নতুন প্রজন্মকে শহিদ শংকু সমজদারের আত্মত্যাগ সম্পর্কে জানাতে হবে। মুক্তিযুদ্ধে রংপুরবাসীর অংশগ্রহণের গৌরবান্বিত ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের সাথে এই প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে হবে। সরকারি বেসরকারি উদ্যোগে মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চার পরিধি বাড়াতে হবে। প্রাতিষ্ঠানের অধ্যক্ষ তানিয়া সুলতানা সুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতনের উপাধ্যক্ষ আফিফা ইশরত চেতনা প্রমুখ। স্মরণ সভা শেষে শহিদ শংকু সমজদার বিদ্যানিকেতন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন গুণগুণ এর শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। এতে কবিতা আবৃতি, দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।এর আগে জেলা প্রশাসক মোঃ আসিব আহসান শহীদ শঙ্কু সমজদারের বাড়িতে যান। এসময় তিনি শহীদ শঙ্কু সমজদারের মা দিপালী সমজদারের সাথে দেখা করেন ও তার খোঁজ খবর নেন। এসময় জেলা প্রশাসক শহীদ শঙ্কু সমজদারের মা দিপালী সমজদারের হাতে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments