শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাজমি লিখে না দেয়ায় সহযোগী নিয়ে নিজের মাকে বেদম মারপিট !

জমি লিখে না দেয়ায় সহযোগী নিয়ে নিজের মাকে বেদম মারপিট !

প্রদীপ অধিকারী: ঘটনাটি ঘটেছে জয়পুরহাট এর পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পূর্ব কড়িয়া (সরেন পাড়া)গ্রামে। পাঁচবিবি উপজেলা(মহীপুর) স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ঐ ছেলের মা মৃত মোজাম্মেলের স্ত্রী ফরিদা বেগম(৫০) জানায় তার স্বামী গত কয়েকমাস পূর্বে মারা যাওয়ার আগে তার নামে এক বিঘা জমি লিখে দিয়ে যায়। স্বামী মারা যাওয়ার পর থেকেই তার প্রবাসী ছেলে আহসান(৩০) ও বাড়িতে থাকা ছেলে ফরহাদ(১৬) উক্ত জমি তাদের নামে লিখে দিতে চাপ দিতে থাকে। এক পর্যায়ে কৌশলে গত ০৯/০২/২০২১ তারিখে ফরহাদ তার মায়ের ৪২ শতক জমি পাঁচবিবি ভূমি রেজিষ্ট্রি ওফিসে হেবা কবলা করতে গেলে মা বুঝতে পেরে তা দিতে অস্বীকার করে। এটা জেনে সাব-রেজিষ্ট্রার ঐ দলিলটি বাতিল করে। এ নিয়ে মা ছেলের মধ্যে চরম দ্বন্দ শুরু হয়। এক পর্যায়ে ফরহাদ গত ১৯/০৩/২০২১ তারিখে তাকে বেদম মারপিট করে । এ বিষয়ে পাঁচবিবি থানায় সে একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনারই জের ধরে গত ০২/০৪/২০২১ তারিখে ফরহাদ ও তার বন্ধু শহিদুলের ছেলে আরিফুল তাকে মারপিট করে এবং মাথা ফাটিয়ে ফেলে। এছাড়াও দেবর তোজাম, আজি ও তাদের স্ত্রীরা এবং তার শাশুড়ী মরিয়ম তাকে মেরেছে বলে জানায়। এ ব্যাপারে ফরহাদ জানায় তার বাবা মারা যাবার পর থেকেই মায়ের মাথায় সমস্যা দেখা দেয় এই নিয়ে রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল মতিনের নিকট চিকিৎসা চলছে। ঘটনার দিন তার মা বিনা কারনে মারতে গেলে তার বন্ধু থামাতে গিয়ে দূর্ঘটনা বশতঃ মায়ের মাথায় আঘাত লাগে। অন্য দিকে অন্যান্য অভিযুক্তরা বলে তারা মারপিট তো করেই নি বরং ফরিদাই তার শাশুড়ীর উপর চড়াও হয়েছিলো এছাড়া গ্রামের প্রায় ২০ জন মহিলা ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আছির উদ্দিন জানায় ঐ মহিলার মাথায় কিছুটা সমস্যা রয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান তিনি বিষয়টি জানেন। মহিলা অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments