শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে পাইপগানসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাউফলে পাইপগানসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অতুল পাল: বাউফলে চাঁদাবাজি, চুরি এবং মাদকসহ একাধিক মামলার আসামী চিহিৃত মাদক ব্যবসায়ী মো.ফোরকান হাওলাদার (৩০)কে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় প্রযুক্তিতে তৈরী পাইপগানসহ আটক করেছে বাউফল থানার বগা পুলিশ কেন্দ্রের পুলিশ। আজ মঙ্গলবার (২৭ এপিল) বেলা সারে ১২ টার দিকে উপজেলার বগা বন্দর ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে উপস্থিত স্বাক্ষীদের গুলি করে হত্যা করার হুমকি দিলে পুলিশের সন্দেহ হয়। পরে জিঙ্গাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর দেড় টার দিকে বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামে তার বসতঘরে অভিযান চালিয়ে তার বিছিনার নিচ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ফোরকান বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের মো. ফজলে হাওলাদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার অন্যতম ব্যস্ততম বাজার বগা এলাকায় ফোরকান নিজেকে বিএনপির নেতা হিসাবে পরিচয় দিতেন। মাদক বিক্রি ও চাঁদাবাজি ছিল তার প্রধান পেশা। তার বিরুদ্ধে একাধিক মাদক, চাঁদাবাজি ও চুরির মামলা রয়েছে। বিভিন্ন সময় একাধিকবার কারাভোগও করেন ফোরকান। গত কয়েকদিন ধরে বগা বন্দরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে আসছিল ফোরকান। ভুক্তোভোগীরা বগা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিলে পুলিশ ফোরকানকে পুলিশ নজরদারীতে রাখেন। আজ মঙ্গলবার বেলা সারে ১২ টার দিকে বগা বন্দর ব্রীজের উপর দাড়িয়ে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বগা পুলিশ কেন্দ্রের সদস্যরা তাকে সাত পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এরপর তার বারাবারিতে পুলিশ তাকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করে এবং তার বাড়িতে অভিযান চালিয়ে তার বিছানার নিচ থেকে একটি পাইপগান উদ্ধার করেন। এবিষয়ে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম খাঁন বলেন, গ্রেপ্তারকৃত ফোরকানের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে একজন চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments