শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাগৃহহীনদের ঘর দেয়ার কথা বলে টাকা আদায়: সাঁথিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

গৃহহীনদের ঘর দেয়ার কথা বলে টাকা আদায়: সাঁথিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

আব্দুদ দাইন: মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর দেয়ার কথা বলে টাকা আদায় করায় পাবনার সাঁথিয়া উপজেলার আ’লীগের সদস্য ও করমজা ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক আবু দাউদ নান্নু ও তার স্ত্রী মেরিনা আখতারের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে সাঁথিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা(পিআইও) আব্দুল্লাহ আল জাবির বাদী হয়ে সাঁথিয়া থানায় এ মামলা দায়ের করেন। আ.লীগ নেতা নান্নুর স্ত্রী মেরিনা আক্তারের বিরুদ্ধে প্রধান মন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর দানের কথা বলে করমজা গ্রামের দারিদ্র ফজরের স্ত্রী মমতাজের নিকট থেকে প্রথমে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠে। ঘর পাওয়ার পরে আরও ৫০ টাকা দাবী করা হয়। টাকা না দিলে ঘর না দেয়ার হুমকী দেয়া হয় । এ ব্যাপরে মমতাজ সাঁথিয়া উপজেলা নিবার্হী অফিসারের কাছে অভিযোগ দেন। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ভাইরাল হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান,সরকারি ঘরের জন্য টাকা আদায়ের অভিযোগে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি আর্থিক লেনদেনের প্রমান পাওয়ায় মামলা রুজুর জন্য সুপারিশ করা হয় টাকা আদায়ের ঘটনায় আবু দাউদ নান্নুকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত কারণ দর্শনোর নোর্টিশ দেওয়া হয়। নোটিশে ১৫ দিনের মধ্যে আ,লীগ নেতা নান্নুকে জবাব দিতে বলা হয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, আ.লীগ নেতা আবু দাউদ নান্নুর বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments