শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাশিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে বাউফলে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে বাউফলে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

অতুল পাল: এমপিওভূক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবীতে বাউফলে মানববন্ধন করেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ। আজ সোমবার বেলা ১০ টায় জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহবায়ক উপাধ্যক্ষ সৈয়দ এনামুল হকের সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজ, মাদ্রাসা এবং মাধ্যমিক স্কুলের প্রায় তিন হাজার শিক্ষক কর্মচারী অংশ নেয়। শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদান, শতকরা ২৫ ভাগের পরিবর্তে শতভাগ উৎসব ভাতা প্রদান, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান,সরকারি কর্মচারীদের অনুরুপ অবসারভাতা প্রদান, শিক্ষক কর্মচারীদের ঐচ্ছিক বদলী নিশ্চিতকরণ এবং জাতীয় শিক্ষানীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। প্রায় দুই ঘন্টা ব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, তুষার কান্তি ঘোষ, মো. মঞ্জুর মোর্শেদ, মো. মনিরুজ্জামান, মো.মাহাবুব আলম, মো. মোশারেফ হোসেন, মাওলানা আবদুল হাই এবং মরিয়ম বেগম নিশু প্রমূখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments