শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল...

পাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল আ’লীগ নেতা!

কামাল সিদ্দিকী: পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি কার্যালয়ে দীর্ঘ ৭ মাস যাবৎ তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা। পাবনা জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির নেতৃবৃন্দ বুধবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, হাজী শরীফ নামের ওই আওয়ামীলীগ নেতা জোর পূর্বক তাদের কার্যালয় দখল করে নেওয়ার উদ্দেশ্যে গত সাত মাস আগে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ ব্যাপার থানায় জিডি ও অভিযোগ দায়ের করেও কোন সুফল তারা পাননি বলে জানান। অবিলম্বে সমিতির তালাবদ্ধ কার্যালয় খুলে দেবার দাবি জানিয়েছেন তারা। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, শহরের পৈলানপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী, মাদক সম্ধসঢ়;্রাট. চাাঁদাবাজ হাজী শরীফ দীর্ঘদিন ধরে শহরে ত্রাসের রাজত্ব কায়েম করলেও অজ্ঞাত কারণে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। তাদের অভিযোগ মতে, সিএনজি ষ্ট্যান্ড দখল করে ও বাস-মিনিবাস থেকে তার ক্যাডার বাহিনী দিয়ে প্রতিদিন বিপুল অংকের চাঁদা আদায় করে আসছেন। যা প্রতি মাসে কোটি টাকার উপর বলে তারা জানান। নেতৃবৃন্দ বলেন প্রশাসনের উদ্যোগে সমিতি খুলে দেওয়ার ব্যবস্থা নিলে অচিরেই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহন করে সমিতি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। নাগরিক মঞ্চের সভাপতি ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাগরিক মঞ্চের সদস্য সচিব কমরেড জাকির হোসেন, বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি ওমর আলী, সাধারন সম্পাদক কালাম আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলহাজ্ব কামিল হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধানসহ সমিতির বিপুল সংখ্যক সদস্য। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান সুইট।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments