শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে শিশু ছাত্রকে বলাৎকার, গনপিটুনির শিকার যুবক হাসপাতালে

রায়পুরে শিশু ছাত্রকে বলাৎকার, গনপিটুনির শিকার যুবক হাসপাতালে

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে ৮ম শ্রেণীর এক শিশু ছাত্রকে (১৪) বলাৎকারের ঘটনায় গনপিটুনির শিকার হয়েছেন মোঃ ইউসুফ খান (৩২) নামের এক যুবক। বর্তমানে সে পুলিশ পাহাড়ায় রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধিন। এঘটনায় বুধবার সন্ধায় (২ জুন) ইউসুফকে আসামি করে মামলা করেন শিশুর পিতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে (০১ জুন) উপজেলার ১০নং রায়পুর ইউপির ২নং ওয়ার্ডের দেবিপুর গ্রামের মসজিদের পাশে।।

বুধবার সন্ধায় রায়পুর থানার ওসি আবদুল জলিল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত লম্পট যুবক ইউসুফ একই ইউনিয়নের মৃত মোঃ হাসান খানের ছেলে। সে পৌরশহরের সাবরেজিষ্টার কার্যালয়ের চিহ্নিত দালাল।

মামলার বিবরণে জানা যায়, শিশুটি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার রাত ৮টার সময় কৌশলে শিশুটিকে তার ঘর থেকে বাড়ীর পাশে মসজিদের কাছে অন্ধকরে স্থানে নিয়ে যায় ইউসুফ। এসময় স্থানীয় এক যুবক ঘটনাটি দেখে ফেলে। পরে রাত ১১ টায় কৌশলে স্থানীয় ৭/৮ জন যুবক লম্পট ইউপফকে তাদের বাড়ীর পাশে সুপারি বাগানে নিয়ে গনপিটুনি দেয়। খবর পেয়ে ইউসুফকে তার পরিবার রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।

সন্ধায় ছেলেটি তার সঙ্গে ওই লম্পট-যুবকের বর্বরোচিত ঘটনার বর্ণনা দেয়। সে জানায়, ইউসুফ তাকে বলাৎকার করেছে। এমনকি এ ঘটনা কাউকে বললে ক্ষতি করার হুমকি দেয়। পরে শিশুটিকে তার বাবা থানায় নিয়ে ইউসুফকে আসামি করে মামলা করেছেন।।

এঘটনায় রায়পুর ইউপির দেবিপুর গ্রামের ইউপি সদস্য মোস্তফা দেওয়ান জানান, এমন কলঙ্কজনক ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে তিনি তার কঠোর শাস্তির দাবি করেন।

এঘটনায় হাসপাতালে চিকিৎসাধিন অভিযুক্ত যুবক মোঃ ইউসুফ বলেন, রমজানের মাঝামাঝি মোবাইলের পিন কোড জানা নিয়ে একই এলাকার নুরনবির সাথে মারামারি হয় । এঘটনায় সে প্রতিশোধ নিতে স্থানীয় তুহিনের মাধ্যমে মোবাইলে ডেকে সুপারি বাগানে নিয়ে ৬ জন মিলে ক্রিকেটের ষ্টাম্প দিয়ে এলোপাতারি পিটিয়ে হত্যার চেষ্টা করে। এসময় চিৎকার দিলে তারা পালিয়ে যায়। শিশুর পরিবারকে দিয়ে বলাৎকারের ঘটনা সাজিয়ে আমার বিরুদ্ধে মামলায় হয়রানি করছেন,

এমামলার তদন্তকারি কর্মকর্তা ও রায়পুর থানার উপ-পরিদর্শক ইয়াসির আরাফাত বলেন, লম্পট ইউসুফের বিরুদ্ধে নির্যাতনের শিকার শিশুর পিতা ধর্ষণ মামলা করেছেন। শিশুটি পুলিশ হেফাজতে আছে। বৃহস্পতিবার (৩ জুন) শিশুটির মেডিকেল পরীক্ষা হবে। লম্পট ইউসুফকে পুলিশ হেফাজতে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার আদালতে নেয়া হবে। ইউসুফ-এঘটনার আগেও আরো কয়েকটি ঘটনা করেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments