বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবার উদ্বোধন

রংপুরে ব্যক্তি উদ্যোগে বিনামূল্যে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবার উদ্বোধন

জয়নাল আবেদীন: বাংলাদেশে এই প্রথম রংপুরের একজন ওয়ার্ড কাউন্সিলর নিজ উদ্দ্যোগে একটি এম্বুলেন্স ও ১০টি অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করেছেন তার ওয়ার্ডবাসীর সেবায় । তবে কাউন্সিলর এর নিজস্ব ওয়ার্ড ২৭ নম্বরের বাসিন্দারা বিনিপয়সায় এই সেবা পেলেও অন্যান্য ওয়ার্ডবাসী নুন্যতম ব্যয়ে এই সেবা দুটি পাবেন ।শুক্রবার বাদ জুম্মা রংপুর মহানগরীর স্টেশন এলাকায় বিনামূল্যে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।আটকেপরা পাকিস্তানীদের প্রয়াত নেতা নাসিম খানের পুত্র রংপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর-রশিদ। তিনি তার ওয়ার্ডবাসীর সেবায় মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান গোলাম জীলানী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক খোরশীদ আলম, দফতর সম্পাদক আখতারুজ্জামান, কোষাধক্ষ্য আসলাম, ক্রীড়া সম্পাদক মাসুদ হোসেন, উপদেষ্টা আমজাদ, যুব নেতা মহিদুল হক শেখ হীরা, হাফিজসহ এসপিজিআরসি রংপুর জেলার সভাপতি সালাউদ্দিন,এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির তথ্য ও বার্তা সম্পাদক ইকবাল হোসেনের সহযোগিতা নিয়ে একটি আধুনিক এম্বুলেন্স এবং ১০ অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করেছেন সেবা দেয়ার উদ্দেশ্যে । সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে বিনা পয়সায় সেবা এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু,আওয়ামীলীগ মহানগর সহ সভাপতি শামিম তালুকদার, ২১,২৬,২৭ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি, এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম শওকত আলী, রংপুর মহানগর জাতীয় পাটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, যুগ্ন সম্পাদক লোকমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাকসি, নান্নু, তানভীর হোসেন আশরাফী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments