মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ছয় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ৬

রংপুরে ছয় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ৬

জয়নাল আবেদীন: চুরি যাওয়া একটি মোটরসাইকেল খুঁজতে গিয়ে আরো ছয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। একই সঙ্গে মোটরসাইকেল চুরির রহস্য উন্মোচনসহ চোর চক্রের সক্রিয় ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।শনিবার দুপুরে আরপিএমপি’র কোতোয়ালী থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন।গ্রেফতাররা হলেন, শুভ আহমেদ, সাজু মিয়া , রবিউল হাসান, আব্দুল বাতেন মিয়, রবিউল ইসলাম ও হাসান আলী তুহিন । আসামিরা পেশাদার চোর এবং তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। উপপুলিশ কমিশনার জানান, গত ৪ জুন ভোরে রংপুর নগরের পুরাতন চাউল আমোদ গলি হতে আজিম উদ্দিন নামে এক ব্যবসায়ীর অ্যাপাসি মোটরসাইকেল (আরটিআর-১৬০ সিসি) চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের হলে ক্লুলেস মোটরসাইকেল চুরির রহস্য উন্মোচনে তৎপরতা শুরু করে পুলিশ। একটি মোটরসাইকেল উদ্ধারে নেমে চোর চক্রের সক্রিয় সদস্য শুভ আহমেদ ও সাজু মিয়েকে গ্রেফতার ও তাদের স্বীকারোক্তিতে চোরাই মোটরসাইকেলটিসহ আরো ছয়টি চোরাই মোরসাইকেল উদ্ধার করা হয়। আবু মারুফ হোসেন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে আমরা এই চোর চক্রের সন্ধান পেয়েছি। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই চোরাই মটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। এই চক্রটি সংঘবদ্ধ চুরি ও মাদক সেবনের মতো অপরাধের সাথে সরাসরি জড়িত। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আরপিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার, সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ আলী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments