শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় আবাসিক এলাকায় কয়েল ফ্যাক্টরি, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

চান্দিনায় আবাসিক এলাকায় কয়েল ফ্যাক্টরি, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী

ওসমান গনি: সরকারী নিয়মনীতি উপেক্ষা করে কুমিল্লার চান্দিনা পৌরসভার মধ্যে গড়ে উঠছে গাজী ব্র্যান্ড পাওয়ার জাম্বো নামে একটি মশার কয়েল ফ্যাক্টরী। পৌরসভার ৭নং ওয়ার্ডে আবাসিক এলাকায় এটি গড়ে উঠেছে। যেটি এখন মানব দেহের জন্য মারাত্মক ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে। এতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জ্বালানি গ্যাসের পরিবর্তে অবাধে পোড়ানো হচ্ছে মানবদেহের ক্ষতিকারক কয়লা। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। প্রতিকার চেয়ে ভুক্তভোগী এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, গত তিন বছর ধরে চান্দিনা পৌর ভবনের ১’শ মিটার দূরত্বে এবং ছায়কোট বিটিসিএল অফিস সংলগ্ন এলাকায় ‘গাজী ব্র্যান্ড পাওয়ার জাম্বো’ নামীয় একটি ফ্যাক্টরিতে মশার কয়েল উৎপাদন করে আসছে মালিকপক্ষ। ফ্যাক্টরি চালুর শুরু থেকে তারা কয়েল শুকানোর কাজে এলপি গ্যাস ব্যবহার করলেও সম্প্রতি তারা কয়লা ব্যবহার করছে। পোড়া কয়লার ধোঁয়ায় ফ্যাক্টরির আশপাশের এলাকা দূষিত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে ফ্যাক্টরি মালিকপক্ষের নিকট এলাকাবাসী একাধিকবার অভিযোগ করেও কোন সমাধান পায়নি। পরে পৌরসভা মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ করেন তারা।

এলকাবাসীর পক্ষে আব্দুর রশিদ জানান, গত ২ বছর আগে নকল ফ্যাক্টরী হিসেবে র‌্যাব অভিযান চালায় ওই ফ্যাক্টরীতে। ফ্যাক্টরী আসল না নকল সেটা আমাদের দেখার বিষয় না। তারা গ্যাসের পরিবর্তে কয়লা পুড়িয়ে মশার কয়েল তৈরির কাজ করছে। এলাকাবাসীর পক্ষে তাদেরকে বারবার বলা হলেও তারা আমাদের কোন বাধা-নিষেধ মানছেন না।

ফ্যাক্টরির দেওয়াল ঘেঁষা আল মাদানি জামে মসজিদে আসা মুসল্লিদের সাথে কথা বলে জানা গেছে, মসজিদের সাথে ফ্যাক্টরির অবস্থান হওয়ায় প্রতি মুর্হূতে কয়লার ধোঁয়া মসজিদে প্রবেশ করছে। কালো ধোঁয়ায় মুর্হূতের মধ্যে মসজিদের ফ্লোর ময়লা হচ্ছে, এতে করে মসজিদে নামাজ পড়তে এসে বেশ বিপাকে পড়ছেন স্থানীয় মুসল্লিরা।

জানতে চাইলে ফ্যাক্টরির মালিকের ছোট ভাই নাসির আলম জানান, জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করলে তাতে মুনাফা কম হয়। ফ্যাক্টরির শ্রমিকদের বেতন দেওয়া কষ্ট হয়ে যায়। তাই অনেকটা বাধ্য হয়েই আমরা কয়লা ব্যবহার করছি।

জানতে চাইলে ‘গাজী ব্র্যান্ড পাওয়ার জাম্বো’ ফ্যাক্টরির মালিক মো. আনোয়ার হোসেন মাসুদ জানান, নানা রকম প্রতিকূলতার মধ্যে ফ্যাক্টরিটি দাড় করিয়েছি। গ্যাসের আবেদন করেছি, ডিমান্ড নোট পেয়েছি। কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে সংযোগ বন্ধ থাকায় সমস্যায় পরেছি। ইলেকট্রিক বা এলপি গ্যাসেও করার চেষ্টা করেছি। এটাও সম্ভব হয় নি। পরে কয়লা দিয়ে ফ্যাক্টরি চালু করেছি। ১৫-১৬ দিন ধরে ট্রায়াল দিচ্ছি। ফিল্টারিং এর ব্যবস্থা করার চেষ্টা করে যাচ্ছি। কয়েকদিনের মধ্যে ফিল্টার বসানোর কাজ শেষ হয়ে যাবে। এতে মানুষের সমস্যা হবে না।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান- কয়লার ধূলাবালি ও কার্বণ শ্বাস প্রশ্বাসের সাথে মানব দেহের ভিতরে ঢুকে ফুসফুসে জমা হয়ে স্থায়ী শ্বাস কষ্ট এমনকি ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

এ ব্যাপারে চান্দিনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রব জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ফ্যাক্টরিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত জামান কলি জানান- বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments