শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারাজাপুরে সর্বক্ষেত্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, চলছে ঢিলেঢালা লকডাউন

রাজাপুরে সর্বক্ষেত্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, চলছে ঢিলেঢালা লকডাউন

রেজাউল ইসলাম পলাশ: করোনা প্রতিরোধে আবারও আরোপ করা হয়েছে বিধিনিষেধ। ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ চলমান থাকবে। সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩টি শর্ত যুক্ত করে এবারের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

ঝালকাঠির রাজাপুরে প্রথম দিনের মত শনিবার (২৪ জুলাই) প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও সকাল থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে ২৩ নির্দেশনার অধিকাংশই ছিল উপেক্ষিত। ঈদের আনন্দে দলবেঁধে ঘুরে বেড়াচ্ছে শিশু-কিশোর, যুবক ও বৃদ্ধরা। প্রধান প্রধান সড়কগুলোর চেয়ে অলিগলিতে মানুষের চলাচল ছিল বেশি। গলিতে আড্ডাও দিতে দেখা গেছে অনেককে। করোনার ভয়াবহতা ভুলে গিয়ে সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে এভাবে ঘোরাঘুরিতে করোনার সংক্রমণ বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা। উপজেলার কোথাও কোথাও অল্প সময়ের জন্য প্রশাসনিক তৎপরতা চোখে পরলেও উপজেলার অনেক প্রান্তেই দেখা মেলেনি প্রশাসনের লকডাউন বাস্তবায়নের কার্যত্রুম। উপজেলার মাছ, মাংস, ফল, সবজি, মুদিখানা সব দোকানেই ছিল ক্রেতাদের উপচে পড়ছে ভিড় । পাশাপাশি সাধারন মানুষ ঠিকমতো মাস্ক ব্যবহার করছেন না। উপজেলায় করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না অধিকাংশ মানুষ। কঠোর বিধি নিষেধে প্রথম ও দ্বিতীয় দিনে অনেকটা গা ছাড়াভাবে চলছেন তারা। উপজেলা একমাত্র হাসপাতালে ধারণ ক্ষমতার বাইরে রেকর্ড সংখ্যক করোনা রোগী ভর্তি রয়েছে। এ অবস্থায় স্বল্প জনবল নিয়ে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। কিন্তু সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যেনো মানছেইনা এই কঠোর বিধিনিষেধ। প্রথম ও দ্বিতীয় দিনে এরকমই ডঢ়ল্ফ চেখো পড়েছে উপজেলার সর্বত্র। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায়ের অনুমতি থাকলেও রাজাপুরের অধিকাংশ মসজিদে শুক্রবার জুমার নামাজে ছিল না সামাজিক দূরত্ব। গা ঘেঁষে খুতবা শোনার পর নামাজ আদায় করতে দেখা গেছে। অধিকাংশ মসজিদের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার দেখা যায়নি। বাসা থেকে অজু করা বা জায়নামাজ নেয়ার শর্তও মানেননি অনেকে। একই চিত্র ছিল গ্রামের মসজিদেও। সচেতন মহল বলছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সম্মিলিত প্রচেষ্টায় কঠোর বিধিনিষেধ কার্যকর করা জরুরি। সংক্রমণের বিস্তার ঠেকাতে শহরের পাশাপাশি গ্রামের হাট বাজারে বিধিনিষেধ কার্যকর করা জরুরি। ঈদের পর কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার সরেজমিন দেখা গেছে, রাজাপুর থেকে সারা দেশের সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও আঞ্চলিক সড়ক এমনকি শহরের উপর দিয়ে চলছে মাহেন্দ্র, সিএনজি অটোরিকশা, মটর সাইকেল সহ ব্যাটারি চালিত যানবাহন। সরকারি- বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকলেও অনেক ব্যবসা প্রতিষ্ঠান চালু রয়েছে। সড়কেও মানুষের চলাচল স্বাভাবিক। উপজেলার বিভিন্ন সড়কে শুধু যাত্রীবাহী বাস ছাড়া অন্যান্য যানবাহন চলাচল করেছে যথারীতি। উপজেলা সদরের চেয়ে গ্রামের বাজারে লোকসমাগম ছিল তুলানামূলক ভাবে অনেক বেশি। অপরদিকে কঠোর বিধিনিষেধের প্রথম দিনে উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি উপেক্ষা ও সরকারি নির্দেশনা না মানায় ৩০ ব্যক্তিকে ১০৬৫০ টাকা জরিমানা আদায় করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments