শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকের সময় জামায়াত শিবিরের ২০ নেতাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকের সময় জামায়াত শিবিরের ২০ নেতাকর্মী আটক

ফেরদৌস সিহানুক শান্ত: নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগে জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বুধবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রাম হতে তাদেরকে আটক করা হয়।

আটক কৃতরা হলেনঃ- ১।মোঃ কামরুজ্জামান পিতাঃ মৃত এমদাদুল হক,মাতাঃ মোসা সুফিয়া বেগম ২।মোহম্মদ উল্লা শাওন পিতাঃ মৃত মুন্জুর হোসেন, মাতাঃ মৃত সখিনা বেগম ৩।মোঃ হামিদুল ইসলাম পিতাঃ মোঃ সাইদুর রহমান মাতাঃ মোসাঃ হামেশা বেগম ৪।মোঃশাইরুল পিতাঃ মৃত কালু মন্ডল মাতাঃ মোসাঃ রেজিয়া বেগম ৫।মোঃ নুর বক্স পিতাঃ মৃত আব্দুর সাত্তার মাতাঃ মোসাঃ সতেজান বেওয়া ৬। মোঃসদের আলী পিতাঃ মোঃ নজরুল ইসলাম মাতাঃ মোসাঃ সাদিয়া বেগম ৭। মোঃ ফিরোজ আালী পিতাঃ মোঃ শুকুদ্দী মন্ডল মাতাঃ মোসাঃ সুফিয়া বেগম ৮। মোঃ সামিউল ইসলাম পিতাঃ মোঃ শাহজাহান আলী মাতাঃ মোসাঃ নুরবানু ৯। মোঃ আলিউল হক পিতাঃ মোঃ আমিরুল ইসলাম মাতাঃ মোসাঃ আলীয়া বেগম ১০। মোঃ তৌহিদুল ইসলাম পিতাঃ মোঃ মনিরুল ইসলাম মাতাঃ মোসাঃ সেলিনা বেগম ১১। মোঃ ইয়াকুব আলী পিতাঃ মোঃ হুমায়ুন কবির মাতাঃ মোসাঃ মুক্তারা বেগম ১২। মোঃ মানিক আলী পিতাঃ মোঃ আঃ কুদ্দুস মাতাঃ মোসাঃ মতিহারা বেগম ১৩। মোঃ সাব্বির রহমান পিতাঃ মোঃ ফজলুর রহমান মাতাঃ মোসাঃ রাবেয়া বেগম ১৪। মোঃ কাজল আলী পিতাঃ মোঃ আকবর আলী মাতাঃ মোসাঃ নুরবানু বেগম ১৫। মোঃ জহুরুল ইসলাম পিতাঃ মোঃ শুকুরদ্দীন মাতাঃ মোসাঃ সুফিয়া বেগম ১৬। মোঃ রবিউল আওয়াল পিতাঃ মোঃ শাহজাহান আলী মাতাঃ মোসাঃ নুরবানু বেগম ১৭। মোঃ নাসির উদ্দীন পিতাঃ মোঃ মনিরুল ইসলাম মাতাঃ মোসাঃ বুলিয়ারা বেগম ১৮। মোঃ রফিকুল ইসলাম পিতাঃ মোঃ তরিকুল ইসলাম মাতাঃ মোসাঃ সুবেদার সুমি ১৯। মোঃ শামীম উদ্দিন( কাজল) পিতাঃ মোঃ মনিরুল ইসলাম মাতাঃ মোসাঃ রুলিয়ারা বেগম ২০। মোঃ রাসেল আহমেদ পিতাঃ মোঃ আবুল কালাম আজাদ মাতাঃ মোসাঃ জেবুন নেসা সর্বগ্রামঃ- আতাহার সর্ব থানা ও জেলাঃ- চাঁপাইনবাবগঞ্জ।
ঝিলিম ইউনিয়নের জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার
রাত সাড়ে ১২ টার দিকে আতাহার এলাকার জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

তিনি আরও জানান, রাতের অভিযানে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। তবে বর্তমানে জামায়াতের কমিটি না থাকায় তারা কোন পদে নেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments