শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে তিস্তায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২জনের মৃত্যু

রংপুরে তিস্তায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২জনের মৃত্যু

জয়নাল আবেদীন: রংপুরের গঙ্গাচড়ায় বৈরী আবহাওয়ার মধ্যে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মতিয়ার রহমান টাংরু (৩৫) ও মনু মিয়া (৩৬) ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাতে লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসালে মাছ ধরার সময় তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন ফজরের নামাজের আগ মুহূর্তে চর চল্লিশসালে কয়েকজন মিলে নৌকায় করে মাছ ধরতে যায়। ওই সময়ে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে টাংরু ও মনু নামে দু’জন ঘটনাস্থলে মারা যান।এসময় সঙ্গে থাকা আরো চারজন আহত হন। তাদের সকলের গজঘন্টা ইউনিয়নের কালিরচর গ্রামে বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments